নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্পোর্টস রিপোটার) : ওসমানী পৌর স্টেডিয়ামে জাতীয় ক্রীড়া পরিষদের তত্তাবধানে, বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কারাতে বাছাই ও প্রশিক্ষন সম্পন্ন হয়েছে। বুধবার ২৪ আগস্ট বিকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কে, ইউ আকসির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এজেডএম ইসমাইল বাবুল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির,বাংলাদেশ জুডো ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোস্তফা কায়ছার,কারাতে কোচ মোস্তাফিজুর রহমান,জুডো কোচ মাহবুবুল হক,হকি কোচ গোলাম মোস্তফা প্রমুখ।