নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ-৫ আসনের ঐক্যফ্রন্ট সমর্থিত প্রার্থী ও সাবেক এমপি এসএম আকরাম বলেছেন, ওরা নাকি বলে আমার জনসভায় লোক হয়না। যদি লোকই না হয় তাহলে আজকে আমি একা রাস্তায় বের হয়েছি অথচ শত শত লোক জমায়েত হয়ে আমার নির্বাচনী গনসংযোগ করছে। আমি তো কোন নেতাকর্মীকে কোন ম্যাসেজও দেই নাই। শুধু খবর পেয়েছে আমি মদনগঞ্জে রিক্সাযোগে বের হয়েছি। এতেই শত শত লোকের সমাগম হয়ে গেছে।
রবিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় মদনগঞ্জ-টু শান্তিনগর ১৯নং ওয়ার্ড ঐক্যফ্রন্ট সমর্থিত প্রার্থী এসএম আকরামের নির্বাচনী প্রচারনাকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই ৮১বছর বয়সে আমি পায়ে হেটেই প্রচারনা করতে পারছি। এসবই আল্লাহ তায়ালার অশেষ রহমত। কেননা, আমার অদম্য মনের জোর রয়েছে। এক সময় আওয়ামী লীগের লোকজনই আমাকে নিয়ে শ্লোগান দিত (উন্নয়ণের এক রাম এসএম আকরাম)। আজ তারা স্বৈরাচারী শাষকগোষ্ঠির মধ্যে আমার নামে কুৎসা রটাচ্ছে। তবে আমি ভীত নই। আমার জন্ম নারায়ণগঞ্জের বন্দরের মাটিতেই। মানুষ এখন আর বোকা নয়। নারায়ণগঞ্জের জনগন জানে কার দ্বারা সু-শাষন প্রতিষ্ঠা হয়। আর কার দ্বারা সন্ত্রাসীর রাজ¦ত্ব কায়েম হয়। কে সভ্য সমাজে বসবাস করেও অসভ্য আচরন করছে মানুষ জানে। এই নারায়ণঞ্জেই স্বচ্ছ রাজনীতি আমি আর কালাম ভাই জন্ম দিয়েছিলাম। আমরা কোন সন্ত্রাসীকে পয়দা করি নাই। ন্যায়- নীতি ধারন করে রাজনীতি করেছি। ৩০ডিসেম্বর ব্যালট বিপ্লবের মাধ্যমেই আমাদের জয় হবে ইনশাআল্লাহ।
সাবেক মেম্বার ইসতিয়াক আহাম্মেদের নেতৃত্বে নির্বাচনী প্রচারনায় অংশ নেন আইনজীবি ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. সুলতান আহমেদ মাখন, নাগরিক ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় সদস্য শহিদুল্লাহ কায়সার, আতিকুর রহমান, শাহীনুল আলম, রুহুল আমিন জুয়েল, খোরশেদা বেগম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য মেহেদী হাসান, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি আমান উল্লাহ আমান, বিএনপিনেতা নাজিম উদ্দিন, নাসির মুন্সি, সেলিম মাতবর, বন্দর থানা বিএনপিনেতা ছানাউল্লাহ প্রমূখ।