নারায়নগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁ নাগরিক কমিটির সভাপতি এটিএম কামাল বলেছেন, সোনারগাঁয়ের মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যকে সমুজ্জল রাখার প্রয়াসে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধে শহীদ স্মরণে বীর শহীদদের নামফলক সম্বলিত স্মৃতিস্তম্ভ নির্মাণ করাটা সোনারগাঁওবাসীর দীর্ঘদিনের দাবী। যার ফলশ্রুতিতে, শহীদ মজনু পার্কে একটি বিজয় স্তম্ভ নির্মাণ করা হয়েছে। যা সোনারগাঁয়ের মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস প্রকাশে পূর্ণাঙ্গ বলে আমাদের নিকট মনে হয় না। দীর্ঘদিন থেকেই সোনারগাঁও নাগরিক কমিটি কর্তৃক স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবির প্রেক্ষিতে এই বিজয় স্তম্ভ নির্মাণের মহান উদ্যোগ গ্রহন করা হয়Ñ যা প্রশংসনীয় এবং স্বাধীনতাকামীদের জন্য গৌরবোজ্জল অধ্যায়।
সোনারগাঁ একটি ঐতিহাসিক জনপদ এবং প্রতিদিন হাজারো মানুষ দেশের বিভিন্ন জেলা ছাড়াও দেশÑবিদেশ থেকে পানাম, লোক কারুশিল্প জাদুঘর ও বারদীর আধ্যাত্মিক সাধক লোকনাথ ব্রহ্মচারী আশ্রম প্রাঙ্গণ, জ্যোতি বসুর আদি বাড়ীসহ সোনারগাঁয়ের বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শনে আসে। প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁওয়ের অতীত ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি, মুক্তিযোদ্ধাদের গৌরবময় ইতিহাস দেশী-বিদেশী পর্যটকদের নিকট তুলে ধরার মানসে পর্যটক বহুল স্থানগুলোতে মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন স্মারক ভাস্কর্য ও স্মৃতিন্তম্ভ নির্মাণ করার দাবী জানাচ্ছি।