নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর উপজেলাধীন মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ৩ মে (শুক্রবার) বিকেলে মুছাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সম্মুখে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে হাজার হাজার কর্মী সমর্থক ও স্থানীয়দের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ বলেছেন, ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা উপযুক্ত শ্রমের মূল্য ও দৈনিক ৮ ঘন্টা কাজের দাবীতে আন্দোলন করলে পুলিশের গুলিতে অনেক শ্রমিক হতাহত হয়। সেদিনের আন্দোলনের ফলেই বিশ্বব্যাপী শ্রমিকরা ন্যায্য মজুরি পাবার অধিকার অর্জন করতে সক্ষম হয়েছেন ও দৈনিক ৮ ঘন্টা কর্মঘন্টা প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, আমরা যদি ঐক্য বজায় রাখি তাহলে অত্র বন্দরের মানুষের স্বপ্ন ও আকাঙ্খার প্রতিফলন ঘটবে এবং বন্দরবাসী তাদের অভীষ্ঠ লক্ষ্যে পৌছতে পারবে। আর ঐক্যর জন্য দরকার ধৈর্য্য। যা আপনারা দেখাতে সক্ষম হয়েছেন, কারণ বৃষ্টি ও বৈরী আবহাওয়া থাকা সত্বেও আপনারা আমাদেরকে ভালবেসে এই আলোচনা সভায় বসে কথা শুনছেন। আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং দেশের জন্য প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কাজ করে যাই।
মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম চৌধুরী, বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ হোসেন, সাবেক সভাপতি শফিউদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এম এ রউফ, প্রচার সম্পাদক হাবিবুর রহমান মিয়া, বন্দর উপজেলা যুবলীগের সভাপতি এড. হাবিব আল মুজাহিদ পলু, মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেন, ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুম আহম্মেদ ও বন্দর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
তাছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন, বন্দর থানা আওয়ামী লীগের শ্রম সম্পাদক সোনা মিয়া, ২৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন, মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলী ভূঁইয়া, বন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পনির, বন্দর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী এস আই জুয়েল, মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেনের সহধর্মিনী নার্গিছ মাকসুদ, বন্দর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সালিমা হোসেন শান্তা, সাধারণ সম্পাদিকা সখিনা বেগম, সহ-সভাপতি সোনিয়া আক্তার, মুছাপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল হক মাস্টার, বন্দর উপজেলা আওয়ামী লীগ নেতা ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরুজ্জামান, বন্দর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন, বন্দর থানা যুব মহিলা লীগ নেত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাফিয়া আক্তার তানিয়া, বন্দর থানা যুবলীগ নেতা ইকবাল হোসেন ভূঁইয়া, মুছাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মনির হোসেন, ধামগড় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, আওয়ামী লীগ নেতা মোক্তার হোসেন, মুছাপুর ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি আবু সাঈদ, মুছাপুর ইউপি মেম্বার সোহেল রানা, বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন ও খলিলুর রহমান, যুবলীগ নেতা নজরুল ইসলাম বাদশাহ, আল আমিন সহ কয়েক হাজার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক ও স্থানীয়রা।