নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার বলেছেন, সর্বদা আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে। নিজেদের মধ্যে সৃষ্ট ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। আগস্ট মাস এলেই ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার খেলায় মেতে উঠে। তা আর চলতে দেয়া হবে না। ২০০৪ সালে কাঁচপুরে সকলে ঐক্যবদ্ধ হয়ে যে আন্দোলনের ডাক আমরা দিয়েছি। সেই আন্দোলনটাই অল্প দিনে সমগ্র দেশে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ২০০৮ সালে সকলের ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এখন যারা আওয়ামী লীগের নেতা হিসেবে নিজেকে দাবী করেন, সেই আন্দোলনের সময় আপনারা কোথায় ছিলেন। জননেত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ চলবে। উপজেলা আওয়ামী লীগ ও প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগকে তার প্রাপ্য সম্মান দেয়ার জন্য প্রশাসনকে আহবান জানাচ্ছি।
২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে এবং শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সম্মুখে ২৪শে আগস্ট শনিবার বিকালে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজুর রহমান কালাম, সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ বাদশা, সমাজকল্যাণ সম্পাদক আসাদুজ্জামান, প্রচার সম্পাদক দেওয়ান উদ্দিন চুন্নু, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মোল্লা চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গণি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদ দুলাল, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, জামপুর ইউপি চেয়ারম্যান হামীম শিকদার শিপলু, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান, সনমান্দী ইউপির সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু, আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল নিলু, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক ড. সেলিনা আক্তার, কাঁচপুর শিল্পাঞ্চল শ্রমিক লীগের সভাপতি হাজী মান্নান মিয়া, সাধারণ সম্পাদক হাজী ইসহাক মোল্লা, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খাঁন লিটন, সাংগঠনিক সম্পাদক হাজী কামাল হোসেন ও আরিফ আহম্মেদ, সহ-সভাপতি মতিউর রহমান ও আরমান মেরাজ, প্রচার সম্পাদক নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা এড. ফজলে রাব্বি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, জেলা তাঁতী লীগের সিনিয়র সহ-সভাপতি দেওয়ান কামাল, সাদিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজীব, জামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ কবির সুমন, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক এফএইচ বাবু ও যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শহীন, সহ-সভাপতি তারেক, উপজেলা যুবলীগ নেতা নাজমুল খান শান্ত, কাঁচপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি হাজী জামান, ২নং ওয়ার্ড যুবলীগ সভাপতি রাজীব, সাধারণ সম্পাদক ইয়াছিন, পিরোজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সাত্তার, কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম আহম্মেদ, যুগ্ম সম্পাদক আল আমিন খাঁন, সাংগঠনিক সম্পাদক মোমেন কবির, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান হোসেন, কাওসার, পাবেল, জুয়েল, এরশাদ, সেলিম, যুবলীগ নেতা মোখলেছ, জাকির, জনি, ছাত্রলীগ নেতা ওবায়দুল্লাহ বাদল, সুখন, সোনারগাঁও উপজেলা সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি নূর হোসেন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক উক্ত জনসভায় উপস্থিত ছিলেন।