এ কেমন শোক পালন !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বাচাঁ মরার লড়াইয়ে পানির যেমন বিকল্প নেই, তেমনি বর্তমানে মানুষের সুস্থ্যতায় ঔষধের বিকল্প নেই। হাত, পা কেটে যাওয়া থেকে শুরু করে, গ্যাসটিক সহ জরুরী ভিত্তিক সেবায় সকল সমস্যার জন্যও ঔষধ ছাড়া মানুষ যেন অসহায়। তবে শনিবার কালীর বাজারের ঔষধ ব্যবসায়ী রুবেল, আকবর ও ছনি ফার্মেসীর মালিক মো: আবুল কাসেম এর স্ত্রী মোসা: শাহনাজ বেগম এর মৃত্যুতে বন্ধ রাখা হয়েছিল ফার্মেসী গুলো। এতে চরম দুর্ভোগে পড়ে কালির বাজারে পাইকারী ও খুচরা ঔষধ কিনতে আসা ভুক্তভোগী রোগী সহ বিভিন্ন এলাকার খুচরা বিক্রেতারা।

শনিবার সকালে সিরাজদ্দৌল্লাহ রোড ফার্মেসীর দোকান গুলোতে গিয়ে এ চিত্র দেখা যায়। এসময় ভুক্তভোগী এক রোগীর স্বজন জানায়, নাতির জন্য একটি ভেকসিন নিতে এসেছিলাম। যা অন্যান্য জায়গায় পাওয়ার নিশ্চয়তা নাই। এর পাশাপাশি এথানেও সল্প মূল্যেও পাওয়া যায়। কিন্তু দু:খের বিষয় বুড়ো বয়সে এতা কষ্টে এখানে এসেও  ভেকসিনটি নিতে পারলাম না। শুনলাম ঔষধ ব্যবসায়ীর স্ত্রী মৃত্যুবরণ করেছেন, ঔষধ ব্যবসায়ী মালিকতো আর মারা যায়নি। কিন্তু তাই বলে কি সকল দোকানই বন্ধ রাখতে হবে। ঔষধ একটি জরুরী পন্য। তারা কি একবারও  ভাবেনি তাদের ঔষধের দোকানগুলো বন্ধ রাখার জন্য আরো কয়েকজনের মৃত্যুরও কারণ হতে পারত।

এদিকে কালীর বাজারের ঔষধ ব্যবসায়ী মো: আবুল কাসেম এর স্ত্রী মোসা: শাহনাজ বেগম এর মৃত্যুতে গভীরভাবে শোকাহত কালীর বাজারের ঔষধ ব্যবসায়ী। মার্কেটের দোকান গুলোর সামনে গভীর শোকাহত। মৃতের আত্মার মাগফেরাত কামনার লক্ষ্যে ব্যানার টানানো হয়েছে। বাজারটির পাইকারী ও খুচরা ঔষধ বিক্রির ফার্মেসী বন্ধ ছিলো। এসময় ওষুধ কিনতে আসা রোগী ও তাদের স্বজনদের ব্যাপক দূর্ভোগ পোহাতে হয়েছে।

add-content

আরও খবর

পঠিত