নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : এ কেমন বর্ববরতা! কেমন নির্মমতা। কারখানার ভেতরে ক্রিকেট বল যাওয়ায় এগারো বছরের কিশোরকে কারখানার গরম পানিতে নিক্ষেপ করার অভিযোগ উঠেছে ঐ কারখানার কতিপয় কর্মচারীর বিরুদ্ধে। সঙ্কটাপন্ন অবস্থায় তাকে ইউএস বাংলা মেডিকেল কলেজ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার তেঁতলাবো কনফিডেন্স ট্রেড এন্ড এক্সসারসাইজ কোম্পানীতে ঘটে এ ঘটনা।
কিশোর হৃদয় মিয়ার মা বেদেনা আক্তার বলেন, হৃদয়ের বাবা মারা যাওয়ার পর সে স্থানীয় একটি তরকারী দোকানে স্বল্প বেতনে চাকুরী করতো। তার আয়ের টাকা দিয়ে সংসার চলতো। শনিবার বিকেলে তার সমবয়সী ছেলেদের সঙ্গে কনিফিডেন্স কারখানার সামনে বালুর মাঠে ক্রিকেট খেলায় মশগুল ছিলো। এসময় ক্রিকেট বল ঐ কারখানার ভেতরে চলে যায়। বলটি আনতে গেলে কারখানার এক কর্মচারী ও নিরাপত্তা প্রহরী ক্ষিপ্ত হয়ে হৃদয়কে কারখানার ফুটন্ত গরম পানিতে নিক্ষেপ করে। এসময় কর্মচারী ও নিরাপত্তা প্রহরী পালিয়ে যায়। হৃদয়ের আত্মচিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কর্নগোপ ইউএস বাংলা হাসপাতালে ভর্তি করেন। অবস্থা সঙ্কটাপন্ন দেখে শনিবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।
কনফিডেন্ট থ্রেড একসোসরিস প্রাইভেট লিমিটেড কোম্পানীর ম্যানেজিং ডায়রেক্টর ড. কামরুজ্জামান বলেন, এ ধরনের ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। রূপগঞ্জ থানর অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন, এ ঘটনার সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা নিচ্ছি।