নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দর উপজেলাধীন মদনপুর এশিয়ান হাইওয়ে থেকে নাজিমউদ্দিন ভূঁইয়া (বিশ্ববিদ্যালয়) কলেজ ও মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় হয়ে মদনপুর বাজার পর্যন্ত এ আর ভূঁইয়া সড়কের পাকা করণ কাজের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন। জেলা পরিষদ কর্তৃক বরাদ্দকৃত প্রায় ২৪ লক্ষ টাকা ব্যয়ে ১৯৫ মিটার দৈর্ঘ্য ও ১১ ফুট প্রশস্ত আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ হবে বলে জানান উক্ত রাস্তা নির্মাণে নিযুক্ত ঠিকাদার শ্রী নির্মল ও প্রকৌশলী আশরাফুল ইসলাম।
শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরজু রহমান ভূঁইয়া, সদস্য শামসুজ্জামান ভাসানী, নাজিমউদ্দিন ভূঁইয়া (বিশ্ববিদ্যালয়) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হাই ভূঁইয়া, প্রধান শিক্ষক মুহাম্মদ বদরুল আলম, মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শুক্কুর আলী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুরুজ মিয়া, সদস্য হাজী মোতালিব মিয়া, আব্দুল জলিল, মোজাম্মেল হক মুকুল ও ইউসুফ ভূঁইয়া, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসলিম প্রধান, সাবেক ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, বন্দর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী এস আই জুয়েল, থানা যুবলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, বন্দর থানা যুব মহিলা লীগ নেত্রী ও বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাফিয়া আক্তার তানিয়া, বন্দর থানা যুবলীগ নেতা ইকবাল হোসেন ভূঁইয়া, মদনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমান উল্লাহ, যুবলীগ নেতা মোস্তফা কামাল ভূইয়া, বন্দর থানা যুবলীগ নেতা ওয়াহিদ্জ্জুামান অহিদ, মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ৮নং ওয়ার্ড মেম্বার ইমন শাফি, ধামগড় ইউপির ৭নং ওয়ার্ড মেম্বার হাফেজ আইয়ুব, নাসিক ২৭নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি এবাদুল্লাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, মদনপুর ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, মদনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সোহেল আহম্মেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলিম, সদস্য ইলিয়াছ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।