এসি রুমে বসে ঐক্য ঐক্য করলে দল শক্তিশালী হয় না : তৈমূর আলম

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, বন্দরে কেন্দ্রীয় নেতাদের এনে মিটিং করে ফটো সেশন করলে ঐক্য হয় না। আমাদের ছাড়া এখানে (বন্দর হেভেন কমিউনিটি সেন্টার) ঐক্য হয় কিভাবে। এসি রুমে বসে ঐক্য ঐক্য করলে দল শক্তিশালী হয় না। নাসিক নির্বাচনে আপনারা বলেন, আমি না আইভীর বিরুদ্ধে নির্বাচন করতে চাই না। যখন আমি ১ম নাসিক নির্বাচনে আইভী বিপক্ষে লড়াই করেছিলাম, রাতে আধারে কেন বসিয়ে দিল, তার উত্ত্র নেন কেনো? নির্বাচনের লড়তে আমাকে দুটি বাড়ী বিক্রি করতে হয়েছে।

১৬ মে শুক্রবার বন্দর উপজেলার সোনাকান্দা হেভেন কমিউনিটি সেন্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বন্দর উপজেলা ও থানা যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপির জন্য আমাকে ১৬ জুনের বোমা হামলার আসামী করা হয়েছিল। আল্লাহ পাকের দয়া ও আপনাদের দোয়ায় মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছি। আজ ১৬ জুন কালো দিবস, যারা মারা গেছে তাদের বেহেশতের দোয়া করি। আমার জন্ম রাজপথে মৃত্যুও হবে রাজপথে। পদ পদবীর দোহাই দিয়ে আমাকে পিছিয়ে রাখা যাবে না। রাজপথেই প্রমান হবে কার অবস্থান কি? হাজার খানেক নেতাকর্মীর উপস্থিতিতে এড.তৈমূর আলম বলেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। অনেক মানুষ পদের লোভে আজ আমাদের এড়িয়ে চলে,সেখানে আপনাদের উপস্থিতি আমি চিরদিন স্বরণ রাখবো।

প্রধান বক্তার বক্তব্যে মহানগর যুবদল আহবায়ক কাউন্সিলার খোরশেদ বলেন যারা শুধুমাত্র পদের জন্য রাজনীতি করেন তারা দলের বোঝা।তাদের প্রতিহত করতে হবে।ঘরে বসে বিক্ষোভ সমাবেশ বন্ধ করতে হবে,রাজপথেই প্রমান হবে কারা শহীদ জিয়ার প্রকৃত কর্মী।

বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বন্দর পৌর বিএনপি সভাপতি নূর মোহাম্মদ পণেছ, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহেন শাহ, মহানগর মহিলা দলের সভানেত্রী রাশিদা জামাল, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক ও কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, যুগ্ম সম্পাদক সানোয়ার হোসেন, আক্তার হোসেন খোকন শাহ, জুয়েল রানা ও সাগর প্রধান, বন্দর থানা যুবদলের আলী আহম্মদ, নজরুল ইসলাম, ফিরোজ আহম্মেদ, পারভেজ খান, কাজী সোহাগ, বিল্লাল হোসনে, হুমায়ূণ আহম্মেদ, পনির হোসেন, বাবুল মেম্বার ও সদ্য কারামুক্ত সোহেল খান বাবু।বিকাল থেকেই শত শত নেতাকর্মী মিছিল সহকারে ইফতারমাহফিলে উপস্থিত হতে শুরু করে।

add-content

আরও খবর

পঠিত