এসপির আইডল খোরশেদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে আইডল বলে মন্তব্য করেছেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। বুধবার (৯ অক্টোবর) বিকালে চাষাঢ়াস্থ রবিদাস পাড়া দূর্গা পূজামন্ডপের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এখানে খোরশেদ কমিশনারের মত লোক আছে, যিনি মানববতার উদহারণ। আমার আর কোন উদহারণ দরকার পড়ে না। ওনি আমার ওখানে গিয়েছিলেন। ওনার নামে ৭৮টি মামলা ছিল, তখন আমি বলেছি আপনাকে আমি ‘আইডল’ মনে করি। যে মানুষ করোনা সময় নিজের জীবনবাজী রেখেছে, সে অবশ্যই ‘আইডল’।

এসপি বলেন, বলেছেন, তখন তিনি আমাকে বলেছিলেন, স্যার আমার একটা উপকার করতে পারবেন। তখন বলেছিলাম কি করে দিতে হবে আমাকে। তিনি বলল, আমার পুলিশ ক্লিয়ারেন্স করে দিতে পারবেন, আমার ছেলেকে নিয়ে যাবো। আমি আইজিপি স্যারের সাথে কথা বলে, আমার স্পেশ্যাল পাওয়ারে তাকে পুলিশ ক্লিয়ারেন্স দিয়েছি। যার নামে এতগুলো মামলা, কারো মামলা থাকলে আমরা ক্লিয়ারেন্স দেই না। বাট আমি দিসি, আমি তার জামিনদার হইছি। আমরা সবাই, সবার মত চিন্তা করি তাহলে হবে না। চিন্তাটা থাকবে অনেক বড়। একজন খোরশেদ কমিশনার সমাজে জন্ম হতে অনেকদিন লাগে। আমি তাকে মন থেকে শ্রদ্ধা করি।

তিনি আরও বলেন, আমি এসপি চাইলে অনেক স্থানে যেতে পারতাম, অনেকে অনেক স্থানে যাবার আমন্ত্রণ জানায়। বড় জায়গা না গেয়ে এই গরীবদের পূজা মন্ডপে আসতে স্বার্থকতা রয়েছে। তেলের মাথা তেল ঢেলে স্বার্থকতা নাই। ঈশ্বর সবারই ইশ্বর, তাকে কেউ ভাগ করা যায় না। যে ছোট তিনিও ঈশ্বরকে ডাকে, যে বড় তিনিও ঈশ্বরকে ডাকে।

তিনি বলেন, জীবের ভিতরে ঈশ্বর লুকিয়ে থাকে। প্রথম দূর্গা বানাতেও পতিতার ঘরের মাটি লাগে। মা দূর্গার সকলের অবদান রয়েছে। এখানে যারা আছেন, কেউ ছোট মনে করবেন না। আমি এখানে অনেকে মাঝে আমার মত প্রত্যুষ হাজারো তৈরি হোক। পড়াশুনা করতে হবে, নিজের নীতি ঠিক রাখতে হবে। ইন্ডিয়ার যিনি সংবিধান লিখেছিলেন, তিনি সমাজের নিচু লোক ছিলেন। আমরা মনে করবো, আমরা সবাই মানুষ। সকলের শরীরের রক্ত এক। আমাদের এখানে হিন্দু মুসলিম খিষ্ট্রাণ নির্বিশেষে সকলের মিলন মেলা।

add-content

আরও খবর

পঠিত