নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার বাসিন্দা মাহফুজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসএসসি পরীক্ষার্থী মোহাম্মদ সানিকে (১৭) নিয়ে মানহানিকর স্ট্যাটাস দেয়। এ স্ট্যাটাসকে কেন্দ্র করে মাহফুজ তার বাহিনীর লোকজন প্রকাশ্যে এলোপাথারিভাবে কুপিয়ে সানিকে হত্যা করে। এ ঘটনায় আরো তিন যুবককে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ২রা আগস্ট সোমবার রাত সাড়ে ৯ টার দিকে গোলাকান্দাইল বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ সানি গোলাকান্দাইল বিজয়নগড় এলাকার মিল্লাত হোসেনের ছেলে। আজ ৩ই আগস্ট মঙ্গলবার দুপুরে নিহত সানির পিতা মিল্লাত হোসেন বাদী হয়ে এজাহার নামীয় ২০ জন ও অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার মিছির আলীর ছেলে মাহাফুজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোহাম্মদ সানিকে নিয়ে একটি কু-রুচিপূর্ন ও মানহানিকর স্ট্যাটাস দেয়। সানি এ স্ট্যাটাস দেখে তার লোকজন নিয়ে রাত ৯ টার দিকে গোলাকান্দাইল বেরিবাঁধ এলাকায় মাহাফুজকে খুঁজতে যায়। এ সময় মাহাফুজের দুই সহযোগীকে আটক করে মারধর করে সানিসহ তার লোকজন। খবর পেয়ে মাহাফুজ ও তার ভাই মাসুমসহ তাদের বাহিনীর লোকজনও ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তার দুই বন্ধুকে ছাড়িয়ে নিতে সানিসহ তাদের লোকজনকে ধাওয়া করে। এ সময় উভয় পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মাহাফুজসহ তার বাহিনীর লোকজন সানিকে এলোপাতারীভাবে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা সানিকে উদ্ধার করে ইউএস বাংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় হিরা (২০) ও সায়েমকে (১৯) এলোপাতারী কুপিয়ে জখম করে মাহফুজের লোকজন। আহতদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকা সন্দেহে ঘটনাস্থল থেকে আল-আমিন (১৮) ও জাহিদ (১৯) নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয় । বাকী আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।