এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার সংবাদদাতা ) : আড়াইহাজারে ফাঁসিতে ঝুলে শারমিন আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৬ নভেম্বর) ভোরে উপজেলার গোপালী পৌরসভার মোল্লারচর গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহত শারমিন আক্তার(১৬) মোল্লারচর গ্রামের পাওয়ারলুম মিত্রি মাসুমের কন্যা এবং সে এবার কলাগাছিয়া আরএফ উচ্ছ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী দেয়ার কথা ছিলো।

নিহতের মা তাছলিমা বেগম জানান, মঙ্গলবার ভোরে মেয়েকে নিজ শয়ন কক্ষে আড়ার সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেকতে পেয়ে বাড়ির লোকজনের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

গোপালদী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক ফরিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শারমিন এবছর এসএসসি পরীক্ষার্থী ছিলো। নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে মনের কষ্টে আত্মহত্যা করেছে। তবে অন্য কোন করাণ রয়েছে কিনা তা নিয়ে তদন্ত চলছে।

add-content

আরও খবর

পঠিত