নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশে সময় নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ৪ থেকে ৬ মে সময় নির্ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল প্রকাশের প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী ওই সময়ের প্রতি সাই দিলে মন্ত্রণালয় নির্ধারিত সময়ে ফল প্রকাশ করা হবে। বুধবার (২৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (সরকারি বিদ্যালয়) নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আন্ত:শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য ৪ থেকে ৬ মে সম্ভাব্য সময় উল্লেখ করে প্রস্তাবনা পাঠানো হয়েছে। সেই প্রস্তাবনা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সে দিনই ফল প্রকাশ করা হবে।
এদিকে আন্ত:শিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সব প্রস্তুতি চূড়ান্ত। ৪ থেকে ৬ মে ফল প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তিনি বলেন, পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও সামনে রোজা আসার কারণে একটু আগেভাগেই ফল প্রকাশের প্রস্তাব করা হয়েছে।
গত ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়। ২৬ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা শেষ হয়। এ পরীক্ষায় সারাদেশে মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১৭ লাখ ১০২ জন, দাখিল ৩ লাখ ১০ হাজার ১৭২ জন পরীক্ষার্থী এবং এসএসসি ভকেশনালে ১ লাখ ২৫ হাজার ৫৯ জন।