নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমান পত্নী পারভীন ওসমান বলেছেন, আমার স্বামী নাসিম ওসমানকে তিনি অনেক ভালবাসতেন। যার অনেক বহি:প্রকাশের মধ্যে হল, এরশাদ সাহেব আামার স্বামীকে নিয়ে কবিতাও আবৃত্তি করেছেন। যা একজন মানুষের অন্তস্থল থেকেই আসে। আমাদের পরিবারের জন্য তিনি একজন অভিভাবক ছিলেন। তিনি চলে যাওয়াতে একজন অভিভাবক হারিয়ে ফেললাম।
পারভীন ওসমানের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হুসেইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুলাই) বিকালে আল্লামা ইকবাল রোডস্থ ব্যাক্তিগত কার্যালয়ে সংলগ্নে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এরশাদ সাহেব খুব ভালো ছিলেন। অনেক উন্নয়ন করে গেছেন তিনি। তার জন্য সবাই দোয়া করবেন। আমি যতটুকু সম্ভব ওনার জন্য দোয়ার আয়োজন করেছি। আমি বড় কোন নেত্রী নয়। আমার স্বামী জাতীয় পার্টিতে চার বারের এমপি ছিলেন, উনাকে সবাই ভালোবাসতেন। বঙ্গবন্ধুর হত্যার প্রতিশোধ নিতে আমার স্বামী ঝাপিয়ে পড়েছিলেন। তিনি সব সময় মানুষের ভালোর কথা চিন্তা করতেন। মানুষের পাশে দাঁড়াতেন। তাই উনাকে সবাই ভালোবাসেন।
এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন টুলু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান, কুতুবউদ্দিন আহমেদ, আজিজুল হক, মো. ইরান, শেখ আ. কাদির, মো. আব্দুল হাই পলু, ১৩নং ওয়ার্ড জাপা সভাপতি রুহুল আমিন, কামরুজ্জামান বাদশা, মহীলা পার্টি সাবেক নেত্রী শারমিন ইসলাম, শরীফ হোসেন, জাতীয় ছাত্র সমাজের জেলা আহবায়ক শাহাদাৎ হোসেন রুপু, মহানগর আহবায়ক শাহ আলম সবুজ, নাছির, সুমন, ফয়সাল উল্লাহ, রবিউল আওয়াল, রুবেল হোসেন, মুরাদ হোসেন, মুন্না, লোকমান সরকার টিটু, ওসমান গনি জুয়েল, শুভ ভুইয়া, নয়ন সরদার, বিসাদ, সাগর হোসেন, মো. তুহিন, রিয়াদ, মো. সাজু, মিথেল, বাবু, আলামিন সহ জাপা, বিভন্ন রাজনৈতিক, অরাজনৈতিক অংগসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দা।