এরশাদের মৃত্যুবার্ষিকীতে সেলিম ওসমানের দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের উদ্যোগে নারায়ণগঞ্জ জাতীয় পার্টির বন্দর ও সদর থানার ব্যানারে সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর দ্বিতীয় মৃত্যু বার্ষিক উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ শেষে অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

আজ ১৪ই জুলাই বুধবার বাদ যোহর বন্দর নবীগঞ্জ এলাকায় অবস্থিত কদমরসুল দরগাহ মসজিদে উক্ত দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এ সময় প্রয়াত সাংসদ নাসিম ওসমানের আত্মার মাগফেরাত কামনা এবং বর্তমান সংসদ সদস্য সেলিম ওসমানের সুস্থ্যতা কামনা করেও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিল উপস্থিত জাতীয় পার্টির নেতৃবৃন্দরা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি থাকাকালীন তাঁর বিভিন্ন কর্মকান্ডের কথা তুলে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। হুসেইন মুহম্মদ এরশাদ ই প্রথম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তানের উপাধি দিয়েছেন। শুক্রবারে সাপ্তাহিক ছুটির দিন ঘোষণা করেছেন সেই সাথে ধর্মীয় প্রতিষ্ঠান গুলোর বিদ্যুৎ বিল মওকুফের বিধান করে গিয়ে ছিলেন বলেন তারা উল্লেখ করেন।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু, সদস্য সচিব এস এম হানিফ, মহানগর জাতীয় পার্টির আহবায়ক আকরাম আলী শাহীন, সদস্য সচিব আফজাল হোসেন, যুগ্ম আহবায়ক আজিজুর রহমান বাদল, একেএম সাঈদ চৌধুরী, কুতুব উদ্দিন কুতুব, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি কাজী মহসিন, জেলা সেচ্ছাসেবক পার্টির আহবায়ক গিয়াস উদ্দিন চৌধুরী, ধামগড় ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি কামাল উদ্দিন সহ জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

add-content

আরও খবর

পঠিত