নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের চারবার নির্বাচিত এমপি বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমান পত্নী পারভীন ওসমানকে সংরক্ষিত মহীলা আসনে মনোনীত করেছেন জাতীয় পার্টি।বুধবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এই তথ্য জানান। একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে জাতীয় পার্টি থেকে মোট চার জনকে মনোনয়ন দিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এরমধ্যে রয়েছেন, পারভীন ওসমান (নারায়ণগঞ্জ), ডা. শাহীনা আক্তার (কুড়িগ্রাম), নাজমা আখতার (ফেনী)ও মনিকা আলম (ঝিনাইদহ)।
সম্প্রতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারই দেবর সেলিম ওসমান। নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান এবার মনোনয়ন চেয়েছিলেন। পরে দেবর সেলিম ওসমানকে সর্মথন করে।কিন্তু অবশেষে মুল্যায়িত হতে যাচ্ছেন পারভীন ওসমান।জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদেরও সুদৃষ্টিতে আছেন বিধায় ওই তালিকায় ১ম রয়েছেন পারভীন ওসমান।
প্রসঙ্গত, জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। জোট বা দলের আসন অনুপাতে এই সংরক্ষিত আসন বণ্টন করা হয়। কোনো জোট বা দল বা স্বতন্ত্র প্রার্থীরা কে কত আসন পাবে তার ব্যাখ্যায় বলা হয়েছে- জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন হবে আনুপাতিক। এক্ষেত্রে মোট সংরক্ষিত আসনকে জাতীয় সংসদের আসন সংখ্যা দিয়ে ভাগ করে, সেই ভাগফলের সঙ্গে সংশ্লিষ্ট দল বা জোট বা স্বতন্ত্র প্রার্থীদের প্রাপ্ত আসন সংখ্যার গুণফলই হবে ওই দল বা জোট বা স্বতন্ত্র প্রার্থীদের সংরক্ষিত নারী আসন সংখ্যা।