এমপি সেলিম ওসমানের নির্দেশনায় টাংকে বিস্ফোরণে নিহতের পরিবারকে খান মাসুদের সান্তনা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দর কবরস্থান রোড মোল্লা বাড়ি দিঘির পারস্থ ৫ তলা ভবনের সেপটি টাংকি বিস্ফোরণের ঘটনায় গর্ভবতী মা সহ ৩ জন নিহত হয়েছে। শুক্রবার ( ৮ মে) সকাল ৬টায় নাসিক ২২নং ওয়ার্ড মোল্লাবাড়ি দিঘির পার রফিকুল ইসলাম মিয়ার পাঁচ তলা ভবনে এঘটনা ঘটে।

 সেপটিক টাংকি বিস্ফোরণে ঘটনাস্থলেই ষষ্ঠ শ্রেণির ছাত্র মাসনুন(১২) ও তাঁর ছোট ভাই জিসান(৮) নামের দু’জন শিশু নিহত হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে হুমায়ন কবিরের ৮ মাসের অন্তঃসত্তা স্ত্রী লাবনী আক্তার (৩০) মারা যান। আহত হন আরও ৫জন।

 এঘটনায় নারায়ণগঞ্জ ৫-আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম সেলিম ওসমানের নির্দেশনায় বিস্ফোরিত এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ। এবং বিস্ফোরণে নিহত হওয়া দুই সন্তানের মায়ের মাথায় হাত বুলিয়ে সান্তনা দিয়ে কিছু আর্থিক সহযোগিতা প্রদান করেন তিনি।

পাশাপাশি পরিবারকে আস্বস্ত করে খান মাসুদ বলেন, মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম সেলিম ওসমান ভাইয়ের নির্দেশনায় আমরা এখানে এসেছি আপনাদের যেকোন সমস্যায় আমরা আপনার পাশে আছি। এসময় উপস্থিত ছিলেন, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম আহমেদ, যুবলীগ নেতা শেখ মমিন, মোঃ হোসেন,সানি খান,বাবু মোল্লা,আজিজুল হক আজিজ, রতন সরকার নিলয়, মিলন আহমেদ, হীরা, আল-আমিন,হেলাল, অপু, হাসিফ প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত