এমপি সেলিম ওসমানের অনুদান ৭৭টি পূজা মন্ডপে বন্টন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : শারদীয় দুর্গা উৎসবকে শান্তিপুর্ন ভাবে এবং সুন্দর প্রাণবন্ত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ-৫ ( সদর-বন্দর ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম সেলিম ওসমানের ব্যক্তিগত তহবিল থেকে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে প্রতিটি পূজা মন্ডপের জন্য বরাদ্দকৃত নগদ পঁচিশ হাজার টাকা অন্তত স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে  নারায়ণগঞ্জ সদর, বন্দর, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার ৫টিসহ মোট ৭৭টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর ক্রমে বরাদ্দকৃত টাকা বন্টন করে তাদের হাতে তুলে দিয়েছেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহাসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ । ২৯ সেপ্টেম্বর রবিবার শহরের গলাচিপা রাম কানাই আখড়া মন্দির প্রাঙ্গণে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে এ নগদ অর্থ প্রদান করা হয়েছে ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জাতীয় পরিষদের সদস্য বাসুদেব চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগর কমিটির সভাপতি অরুণ কুমার দাশ, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, জেলা পূজা কমিটির অন্যতম নেতা স্বপন দাশ, হিমাদ্রি সাহা হিমু, প্রদীপ দর চন্দ্র, সাবেক যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, কোষাধ্যক্ষ সুশীল দাস, জেলা হিন্দু সংস্কার সমিতির সভাপতি কমলেশ সাহা, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, সাধারণ সম্পাদক খোকন বর্মন, বন্দর থানা কমিটির সভাপতি শংকর কুমার দাশ, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক অরুণ কুমার দাশ, তপন ঘোপ সাধু, রিপন ঘোষসহ প্রমুখ ।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর সোমবার শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ ( সদর-বন্দর ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম সেলিম ওসমান শহরের নতুন সমবায় ভবনে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভা শেষে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহার হাতে বরাদ্দকৃত বিশ লক্ষ টাকার চেক তুলে দেন ।

add-content

আরও খবর

পঠিত