নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ রিফাত ) : নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের পত্নী সালমা ওসমান লিপির করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। করোনা আক্রান্ত হওয়ার পর লিপি ওসমান ও তার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করায় অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন । ২২ সেপ্টেম্বর মঙ্গলবার লিপি ওসমানের ফেসবুক পেইজের মাধ্যমে এ তথ্য জানা যায়। লিপি ওসমানের ফেসবুক পেইজের মন্তব্যটি সংবাদ মাধ্যম নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম এর পাঠকদের জন্য নিচে হুবাহু তুলে ধরা হলো :
আলহামদুলিল্লাহ
আপনাদের সকলের দোয়ায় নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান জনাবা সালমা ওসমান লিপি আপার করোনা নেগেটিভ। আপনাদের সবাইকে তিনি এবং তার পরিবারের পক্ষ থেকে তাদের জন্য দুআ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন ।
এর আগে ১৬ সেপ্টেম্বর বুধবার লিপি ওসমানের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান।
জানা গেছে, লিপি ওসমান বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। বাড়িতে থেকেও তিনি মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। এদিকে শামীম ওসমানের একমাত্র ছেলে অয়ন ওসমান করোনা আক্রান্ত।
প্রসঙ্গত, করোনাকালে নারায়ণগঞ্জবাসীর পাশে যে কয়জন ছিলেন তাদের মধ্যে অন্যতম নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। দেশের ক্রান্তিলগ্নে অতীতের ধারাবাহিকতায় বর্তমানেও ঐতিহ্যবাহী ওসমান পরিবার প্রশংসনীয় ভূমিকা অব্যাহত রেখেছেন সালমা ওসমান লিপি ও শামীম ওসমানসহ পরিবারের অন্য সদস্যরা। নারায়ণগঞ্জে করোনার সংক্রমনের শুরুতে অসহায়দের পাশে যখন কাউকে পাওয়া যাচ্ছিলো না, তখন সর্বপ্রথম নারায়ণগঞ্জ চাঁনমারী বস্তিতে ত্রান পাঠিয়ে মানুষের পাশে দাঁড়ান লিপি ওসমান।
করোনা কালে কখনও খাদ্য নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। আবার কখনো করোনা আক্রান্ত পরিবারের জন্য বাড়িয়ে দিয়েছেন সহযোগীতার হাত। সংকট কালিন সময়ে করোনায় আক্রান্তদের ব্যবস্থা করেছেন চিকিৎসার। দিয়েছেন হাসপাতালে বেড ও অত্যাধুনিক অক্সিজেন সিলিন্ডার। অর্থ দিয়ে সহযোগীতা করেছেন হাজারও মানুষকে। যখনই খবর পেয়েছেন, কিংবা গণমাধ্যমে–স্যোশাল মিডিয়াতে কোন অসহায় মানুষের সংবাদ প্রকাশ হয়েছে লিপি ওসমান নিজেই ছুটে গিয়েছেন। কিংবা পাঠিয়েছেন তার প্রতিনিধি। দিয়েছেন সাহস, করেছেন সার্বিক সহযোগিতা । করোনার ভয়ে মানুষ লাশ ধরছে না। সেই সময় স্বেচ্ছাসেবী সংগঠনের পাশে দাঁড়িয়ে পিপি থেকে শুরু করে নানা সরঞ্জাম দিয়ে সহযোগিতা করেছেন তিনি। করবস্থানে লাশ দাফনে বাধা দিলে নিজে ব্যবস্থা নিয়ে করোনা লাশ দাফন করিয়েছেন। ক্ষুধার জ্বালায় ঘুমের ঔষধ খেয়ে ঘুমিয়ে থাকা মানুষেরে বাসায় রান্না করা খাবার বিতরণ করেছেন।
করোনার প্রথম থেকেই শহরের ভাসমানদের মাঝে রান্না করা খাবার বিতরণের আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ান লিপি ওসমান। করোনায় আর্থিক সংকটে যোগালি বনে যাওয়া ফুটবলার আরিফ নিপুনকে আর্থিক সহায়তা দিয়ে মাঠে ফেরান লিপি ওসামন । মূলত করোনার প্রথম থেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে অনুকরণীয় দৃষ্টন্ত স্থাপন করেন ওসমান পারিবারের এই পুত্রবধূ।