নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ)আসনের এমপি শামীম ওসমানের আহবানে সাড়া দিয়ে এক মাসের ভাড়া মওফুক করলেন ফতুল্লা এলাকার খোকন প্রধান। এছাড়াও তিনি অন্যান্য বাড়ির মালিকদেরও আহ্বান জানিয়েছেন সকলেই যেন এভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দেন। শনিবার (১১ এপ্রিল)এক ক্ষুদে বার্তায় তিনি এসব তথ্য জানায়।
খোকন প্রধান বলেন, সকলের জীবন ই এখন মৃত্যুর সন্নিকটে, জানি না কবে কার মৃত্যু হয়। একজন মুসলমান হিসাবে বিশ্বাস করি প্রতিটি মানুষ কে মৃত্যুর স্বাদ নিতে হবে। তাই বেচে থাকাকালীন আমাদের উচিত যার যেটুকু সার্মথ্য আছে সেই অনুযায়ী মানুষ কে সহযোগিতা করার। আমি এমপি শামীম ওসমান সাহেবের উপরোক্ত কথাটি কে সমর্থন জানিয়ে আওয়ামী লীগের একজন সাধারণকর্মী হিসেবে তার আহ্বানে এ সিদ্ধান্তটি নিয়েছি। আমার ভাড়াটিয়াদের ও এ বিষয়টি জানিয়ে দিয়েছি। আমি মনে করি নারায়ণগঞ্জ–৪ আসনে শামীম ওসমান কে আমরা যারা আমাদের নেতা হিসাবে গ্রহন করেছি সকলের উচিত তার কথার সম্মান রেখে যে যার অবস্থান থেকে এমন ঘোষনা দিয়ে তাদের ভাড়াটিয়াদের সহযোগিতা করা ।
তিনি জানান, আমি আমার সাধ্য অনুযায়ী মানুষ কে সহযোগিতা করার জন্য আমার ভাড়াকৃত ৮ টি দোকানের ১ মাসের ভাড়া মওফুক করে দিলাম । পাশাপাশি আমার মতো এভাবে আরো অন্য সকল ভাড়িওয়ালারা এগিয়ে আসবেন বলে আমি বিশ্বাস করি। আমরা অনেকেই আছি যারা বাড়ী ভাড়া ও দোকান ভাড়ার উপর নির্ভরশীল। কিন্তু দোকানদার গুলি যেহেতু এ অবস্থায় তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারছে না । তাদের ব্যবসা বন্ধ থাকায় তারাও তো মানবেতর জীবন যাপন করে যাচ্ছে । এ অবস্থায় তাদের সাহায্য করা আমাদের উচিত বলেই আমি তাদের এইটুকু সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি ।
প্রসঙ্গত, করোনা প্রার্দুভাবে কর্মহীন হয়ে পড়েছে সকল মানুষ। এরআগে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ)আসনের এমপি শামীম ওসমান বাড়ির মালিকদের ভাড়া ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে বাড়িওয়ালাদের অন্তত একমাসের ট্যাক্স মওকুফ করার জন্য অনুরোধ রেখেছিল।