এমপি শামীম ওসমানকে মেয়র আইভী : দখলের স্বভাবটা বন্ধ করুন!

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমানকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, পৌরসভা ৯ একর জায়গা দিয়েছিল ওসমানী স্টেডিয়ামকে। তার ৪ একর জায়গা আপনি দখল করে নিজের বাবার নাম দিয়েছেন। আপনি বলুন, আমরা আপনার বাবার নামে স্টেডিয়াম করে দেবো। আপনার বাবার নামে সড়ক করে দিয়েছি কোনো কার্পন্য করিনি। আপনি চান, দেবো। কিন্তু দখল করবেন কেন? দখলের স্বভাবটা বন্ধ করুন। নারায়ণগঞ্জকে দখল করতে তো পারেননি, পারবেন না।

শনিবার (১৫ জুন) সন্ধ্যায় ফতুল্লার আলীগঞ্জ মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলীগঞ্জ মাঠ রক্ষার দাবিতে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। খেলায় অংশগ্রহণ করেন সাবেক জাতীয় তারকা ফুটবলাররা।

পুলিশ সুপারকে উদ্দেশ্য করে মেয়র বলেন, আমি এসপি সাহেবকে অনুরোধ করবো, আপনি আসার পর জনসাধারণের জন্য বেশ কিছু কাজ করেছেন। আপনি ওই রক্ত চোখকে উপেক্ষা করে অবশ্যই সাধারণ মানুষের পাশে থাকবেন। আপনি আপনার পুলিশ বাহিনী দিয়ে সাধারণ জনগণ, শিক্ষার্থী, শ্রমিকদের পিটাবেন না। তাদের পাশে দাঁড়াবেন। মাঠ রক্ষার আন্দোলনে আপনারও ভূমিকা থাকতে হবে। নেতা যত বড়ই হোকনা কেন, পৃতিবীর ইতিহাসে কোথাও নেই নেতা জনগণের বিরুদ্ধে গিয়ে জিততে পেরেছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম, সাবেক তারকা ফুটবলার হাসানুজ্জামান বাবলু প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত