এমন শাসক চাই জনগণকে মালিক মনে করবে : জামায়াত আমীর

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের ইতিহাস পাঠ্যবই এ অন্তর্ভুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রেস্টুরেন্টে শহীদদের পরিবারের সাথে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান-এর মতবিনিময় সভার আয়োজন করে মহানগর ও জেলা জামায়াত। ডা. শফিকুর রহমান আরো বলেন, আমরা এসেছি শহীদ পরিবারকে শান্তনা দিতে নয় বরং অনুপ্রেরণা নিতে। এ সময় শহীদ সুমাইয়ার ২ মাসের এতিম শিশু সহ অন্যান্য শহীদদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে যান।

তিনি বলেন, আর কোন জালেম যেনো জুলুম করতে সাহস না দেখায়, আমরা এমন শাসক চাই যে এ দেশের জনগণকে দাসের পরিবর্তে মালিক মনে করবে। নিজেদেরকে দেশের মালিক মনে না করে খাদেম মনে করবে। কেন্দ্রীয় নেতা সাইফুল আলম খান মিলন বলেন, শহীদদের রক্তের দাগ মুছে গেলেও আমাদের হৃদয়ে তা থেকে যাবে। তাদের স্মৃতিকে ধারন করে একটি সুন্দর সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলতে হবে।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার এর সভাপতিত্বে, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল ছাত্রনেতা জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ জেলা আমির মুমিনুল হক সরকার, মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, জেলা জামায়াতের সেক্রেটারী জাকির হোসাইন, ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি ছাত্রনেতা আসাদুজ্জামান রাকিব, জেলা সভাপতি ছাত্রনেতা আবু সুফিয়ান, মহানগর ও জেলা সহকারী সেক্রেটারি জামাল হোসাইন ও আবু সাঈদ মুন্নাসহ জেলা, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও থানা আমীর বৃন্দ সহ স্থানীয় গন্য মান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত