এমন কোন বর্জ্য নেই যা বুড়িগঙ্গায় ফেলা হয়না : এনামুল হক শামীম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, এমন কোন বর্জ্য নেই যা বুড়িগঙ্গায় ফেলা হয়না। দায়িত্ব নেয়ার ২ মাসের মাথায় দেশের ১৪টি জলাবদ্ধতাবহুল ও নদী ভাঙ্গনের শিকারগ্রস্থ এলাকা পরিদর্শণ করেছি। অবৈধ দখলদারদের তালিকা প্রণয়ণ করতে ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেয়া হয়েছে এবং জেলা প্রশাসকদের মাধ্যমে প্রতিটি জেলায় নদী রক্ষা কমিটি গঠন করা হয়েছে। সকলে সচেতন হলে নদীগুলো রক্ষা করা সহজ হবে। গণমাধ্যমগুলো নিয়মিতভাবে খবর প্রচার করে নদী রক্ষায় ভূমিকা পালন করে চলেছে, তা অব্যাহত রাখার আহবান জানাচ্ছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নদী রক্ষায় আমাদের মন্ত্রণালয় ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে, যার দৃশ্যমান অগ্রগতি অচিরেই আপনারা দেখতে পাবেন।

বৃহস্পতিবার (১৪ই মার্চ) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সম্মুখে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের উদ্যোগে নদী রক্ষায় হাইকোর্টের রায় যথাযথভাবে কার্যকর এবং স্বতন্ত্র নদী আইন ও নদী আদালত গঠনের দাবীতে ও আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষ্যে আয়োজিত মানববন্ধন ও নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নদী বাঁচাও আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মাসুদ খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ডা. সিরাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে জনকন্ঠ গ্রুপের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম ও উদ্বোধক হিসেবে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক আনোয়ার সাদত উপস্থিত ছিলেন।

তাছাড়া এসময় নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এড. আনোয়ার হোসেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া ও বেলাল আহম্মেদ, যুগ্ম সম্পাদক ডা. বোরহান উদ্দিন, জীববৈচিত্র সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাছিবুর রহমান, যুগ্ম আন্তর্জাতিক সম্পাদক মনির মুন্সী, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি কবি জামান ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি ডা. লুৎফর রহমান খন্দকার ও যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা কমিটির সহ-সভাপতি প্রভাষক নাজমুল হোসেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সরদার মুজিব, শ্যামলী পরিবহনের জিএম সেলিম রেজা, নারায়ণগঞ্জ জেলা জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি জসীম উদ্দিন আহাম্মেদ চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা প্রাইভেটকার ড্রাইভার ইউনিয়নের সভাপতি শামছুল হক, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সভাপতি ডা. হোসাইন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, নদী বাঁচাও আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক সানাউল্লাহ মুন্সী, সদস্য সাংবাদিক দ্বীন ইসলাম ও মাসুদ হোসেন উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

এসময় উক্ত কর্মসূচিতে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন জেলা কমিটির কয়েক শত নেতৃবৃন্দ ও সুশীল সমাজ উপস্থিত থেকে মানববন্ধন ও নাগরিক সমাবেশকে সাফল্যমন্ডিত করেন।

add-content

আরও খবর

পঠিত