নারায়ণগঞ্জ বার্তা ২৪ : এবার দুইটি মামলায় নারায়ণগঞ্জ জেলা জেলা ছাত্র দলের সভাপতি মশিউর রহমান রনিকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহম্মেদ হুমায়ূন কবীর এ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ আসাদুজ্জামান।
জানা গেছে, হেফাজতের হরতাল চলাকালে সিদ্ধিরগঞ্জে সহিংসতার ২ মামলায় ৭ দিন করে ১৪ দিন রিমান্ডের আবেদনের শুনানিতে আদালত ২ দিন করে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মশিউর রহমান রনি ফতুল্লা পশ্চিম মাসদাইর এলাকার মোস্তফা কামালের ছেলে। এরআগে শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় ঢাকার মগবাজার মোড় থেকে রনিকে গ্রেপ্তার করে ফতুল্লা থানা পুলিশ। পরে তাকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ২৮ মার্চ হেফাজতের হরতালে সহিংসতার ঘটনায় দায়ের করা ৩টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে পৃথক ৭ দিন করে ২১ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠায়।
উল্লেখ্য, ১৭ আগস্ট নারায়ণগঞ্জ মাসদাইর এলাকায় এড: তৈমূর আলম খন্দকারের বাড়িতে খালেদা জিয়ার মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। মিলাদ মাহফিলে জেলা ছাত্র দলের সভাপতি মশিউর রহমান রনি তার বক্তব্যে (পুলিশের পোশাক খুলতে ওয়ান টু এর ব্যাপার) এমন বক্তব্যে আলোচনা ও সমালোচনার ঝড় বইতে শুরু করে। যার কিছুদিন পরেই তাকে গ্রেপ্তার করা হয়।