নারায়ণগঞ্জ বার্তা ২৪ : এবার বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ শিল্পপতি আল জয়নাল আবেদীনের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এছাড়াও জোরপুর্বক সেই জমি ব্যবহার সহ বাঁশের খুঁটি ঘেড়ে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে অভিযুক্ত নাজমা বেগম (৪৫) গং। এ নিয়ে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন আল জয়নাল ডেভলোপার এন্ড হাউজিং লিঃ এর ল্যান্ড সার্ভেয়ার হিসাবে কর্মরত এম,টি মনির মৃধা।
অভিযোগে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় ১। নাজমা বেগম (৪৫), স্বামী-মোঃ ওমর ফারুক, ২। ঝর্ণা (২৩), ৩। ঝুমুর (২০), উভয় পিতা- মোঃ ওমর ফারুক, ৪। নাঈম (৪৩), ৫। রন্টি ( ৪০), ৬। জনি (৩৭) সর্ব পিতা- অলিউল্লাহ খান, সর্ব সাং-২৬৯/৩ নং বি,বি রোড, দক্ষিণ চাষাড়া, নারায়ণগঞ্জ, ৭। অজ্ঞাত নামা ১০/১২ জন অজ্ঞাত নামা শ্রমিক ও সন্ত্রাসী প্রকৃতির লোক সঙ্গে নিয়া উক্ত নাজমা বেগম আমার কোম্পানীর মালিকানাধীন ও ভোগ দখলীয় সম্পত্তিতে জোর পূর্বক বাঁশের খুঁটি গাড়িয়া ঘেরা বেড়া দিয়া কিছু জমি নিজ দখলে নিয়া আত্মস্বাৎ করার কার্যক্রম শুরু করে এবং আমার কোম্পানীর সম্পত্তিতে নির্মাণ কাজে বিঘœ সৃষ্টি করে এবং কোম্পানির জমিতে বাঁশের খুটির উপর ২টি ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করিয়া প্রচার করে যে, কেউ কাজ করিতে আসলে আমি দেখিয়া তোদের সবাইকে শিক্ষা দিয়া নারী নির্যাতনের মামলা দায়ের করিব।
উপরোল্লেখিত লোকজনের সন্ত্রাসী মূলক ব্যবহার ও সম্পত্তি দখলের অবৈধ কার্যকলাপে আমি ও নির্মাণাধীন প্রজেক্টে কর্মরত শ্রমিকগণ তাহাদেরকে বাধা নিষেধ করিলে পরবিত্তলোভী ঝগড়াটে ও মিথ্যা মামলাবাজ নাজমা বেগমসহ উপরোল্লেখিত লোকজন আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া এই মর্মে হুমকি প্রদান করে যে, তাহার দেয়া বাঁশের খুঁটি ও ঘেরা বেড়া কেহ সরাইয়া ফেলিলে তাদের নামে নারী নির্যাতন মামলা দায়ের করিয়া জেল খাটাইবে। যেহেতু নাজমা বেগম এবং তাহার দুই মেয়ে ঝর্ণা ও ঝুমুর যে কোন মিথ্যা ঘটনা নিজেরাই সাজাইয়া অপরকে দোষী করার অভ্যস্থ বিধায় আমি ঘটনা স্থল হইতে সরিয়া যাইয়া আমার কোম্পানীর মালিককে বিষয়টি জানাই।
উল্লেখ্য যে, নাজমা বেগমের স্বামী ওমর ফারুক ও তাহার চাচাত ভাই নাঈম গং তাহাদের পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত আর,এস ৮১৬ নং দাগের ২.৬৪+২.৬৪ শতাংশ সম্পত্তিতে ঘর বাড়ী উত্তোলন করে বসবাস করিতেছে। তথাপিও তাহারা আমার কোম্পানীর সম্পত্তি জোর পূর্বক আত্মস্বাৎ করার জন্য বিভিন্ন কৌশল ও ফন্দি ফিকির করিতেছে এবং উক্ত সম্পত্তি আত্মস্বাতের অবৈধ ও বেআইনী ভাবে সন্ত্রাসী মূলক কার্যকলাপে লিপ্ত রহিয়াছে। ইতি পুর্বে আমার কোম্পানীর মালামাল একই উদ্দেশ্যে পরস্পর যোগসাজসে অবৈধ জনতাবদ্ধে কোম্পানীর ঘর তোলা কাজের জন্য রাখা ২৮ টি ১০‘-০‘‘ ফুট লম্বা এবং ২৫ টি বাঁশেরখুঁটি, শাবল কোদাল এর মূল্যসহ আনুমানিক ২৮,০০০/- টাকার কোম্পানীর মালামাল নিয়া উক্ত নাজমা বেগম তাহার ঘর উত্তোলন করে।
আরো উল্লেখ্য যে, নাজমা বেগমের স্বামী মোঃ ওমর ফারুকের পিতা সামসুজোহা খান গং জীবদ্দশায় নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজের বরাবরে বিগত ১৭/১১/১৯৭৮ ইং তারিখে ৯২১২ নং সাফ কবলা দলিল মূলে ২.০৭ শতাংশ সম্পত্তি সাফ বিক্রয় করে। বক্রী সম্পত্তি ওমর ফারুক নোবেল ও তাহার মা ইয়াসমিন, অলি উল্লাহ খান এর জীবদ্দশায় বিগত ৩০/০১/২০১৩ ইং তারিখে ৭২৯ নং আম-মোক্তার নামা দলিল মূলে সরদার আবু সাঈদ গংদের বরাবরে আম-মোক্তার নিযুক্ত করে। উক্ত নিযুক্তি আম-মোক্তার অবুসাঈদ গং বিগত ৩০/০৭/২০১৩ ইং তারিখে উক্ত সম্পত্তি আমার কোম্পানীর নিকট বিক্রয় করিয়া নিঃস্বত্ববান হয়।