এবার রাজমিস্ত্রি হত্যা মামলার আসামি আইভী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আরও একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আসামি করা হয়েছে। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন মো. রাকিব নামে এক রাজমিস্ত্রি গুলি করে হত্যার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, আদালতের নির্দেশে গত ২৯ সেপ্টেম্বর রাতে মামলাটি রুজু করা হয়। এর আগে নিহত রাকিবের চাচাতো ভাই আব্দুর রহমান আদালতে মামলার জন্য আবেদন করেন।

মামলাটিতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে প্রধান আসামি করা হয়েছে। এজাহারনামীয় ১০১ জন আসামির তালিকায় ৭ নম্বরে রয়েছে সাবেক মেয়র আইভীর নাম। এ নিয়ে নারায়ণগঞ্জে তিনটি হত্যা ও তিনটি হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আইভীকে আসামি করা হলো।

এছাড়া, শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, তার ভাতিজা আজমেরী ওসমান, শামীম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মতিউর রহমান, নুরুদ্দিন মিয়া, শাহজালাল বাদল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়াকেও এই মামলায় আসামি করা হয়েছে।

মামলার এজাহারের বরাতে পুলিশ কর্মকর্তা আল মামুন জানান, গত ৫ আগস্ট কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকায় গুলিবিদ্ধ হন ২১ বছর বয়সী রাকিব। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান ওসি।

add-content

আরও খবর

পঠিত