এবার প্রাণ হারালো বরের পিতা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : কনে বাড়ি থেকে সিদ্ধিরগঞ্জের বাড়ি ফিরার পথে বর যাত্রী বহনকারী বাস ও কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি বরের পিতা নজরুল ইসলাম সরকার (৬০)। গোদনাইল এলাকার বাসিন্দা। ৫ দিন চিকিৎসাবস্থায় থাকার পর সেমাবার (১৯ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাবস্থায় তিনি মারা যান।

এরআগে গত বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় আড়াইহাজার উপজেলার শিমুলতলা এলাকায় এ মর্মান্তিক র্দূঘটনাটি ঘটে। ওইসময় ঘটনাস্থলেই মারা যান উভয় যানের ২ চালক। পরে স্থানীয়রা হাসপাতালে নেয়ারকালে মারা যান বর যাত্রীদের একজন গোদনাইল এলাকার বাসিন্দা মো. শাহজাহান। এছাড়াও আহত হন কমপক্ষে ২০ জন। তাদের মধ্যে কয়েকজন এখনো গুরুতর অবস্থায় বিভিন্ন সাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে অন্যান্য যাত্রীরা।

ওইসময় ঘটনার বিবরণে বাসে থাকা বরের বোন জামাই জানিযেছেলেন, তার শ্বশুর গুরুতর আহত হয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিকালে সম্বন্ধির বিয়ের অনুষ্ঠান শেষ করে তারা বর যাত্রী নিয়ে আসছিল। ওইসময় একটি কভার্ডভ্যান সামনে থেকে অন্য গাড়িকে ওভারটেকিং করে আসছিল। তখন কভার্ডভ্যান ও বাসের সাথে সামনে থেকে মুখোমুখি সংঘর্ষ হয়। বাস চালক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেসময় বাসটি সড়কের পাশে থাকা খাদে পকুরের বেষ্টনী দেয়া গাছের সাথে আঘাতপ্রাপ্ত হয়ে ঝুলে থাকে। স্পটেই দুই গাড়ির চালক মারা যায়। আর শাহজাহান নামে অপরজনকে হাসাপাতালে নেয়ার সময় মারা যায়। সেসময়ই তিনি তার শ্বশুরের অবস্থা ভালো নয় বলে সকলের কাছে দোয়া চেয়েছিল।

স্থানীয় হাসপাতালে থাকা আহত যাত্রীরা জানায়, দুপুরে সিদ্ধিরগঞ্জ থানাধীণ চৌধূরী বাড়ি এলাকা থেকে নরসিংদি জেলায় শেখ চর শিকদার কমিউিনিটি সেন্টারে কন্যার বিয়ে বাড়িতে গিয়েছিলাম। বর যাত্রীর বাসটি প্রায় ৪০ জন যাত্রী নিয়ে চলছিল। আমরা কোনরকম প্রাণে রক্ষা পেয়েছি। উভয় গাড়ির গতি বেশী ছিল। এজন্যই দূর্ঘটনা ঘটেছে।

add-content

আরও খবর

পঠিত