নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিনোদন প্রতিবেদক ) : দীর্ঘ দিন পরিচালনা ও প্রযোজনার পর এবার নিজেই নায়ক চরিত্রে অভিনয় করলেন নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা সাব্বির আহমেদ সেন্টু। ১০ নভেম্বর শনিবার হতে প্রবীণ নাট্যকার মীর আনোয়ার হোসেন রচিত চিত্রনাট্য ও নির্দেশিত -জীবন যখন যেমন- নাটকের চিত্র গ্রহণ শুরু হয়েছে।
বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সেলসারদীস্থ -অন্তর প্রভা- শ্যূটিং স্পটে এ চিত্রগ্রহণ অনুষ্ঠিত হয়। চিত্র গ্রহণে ছিলেন নাট্য পরিচালক ও সাংবাদিক এম আর হায়দার রানা ও মো: সুজন মিয়া। এটির পরিচালনায় সহায়তা করেন নাট্য পরিচালক পারভেজ শরীফ ও জালাল মন্ডল। এতে অভিনয় করছেন মীর আনোয়ার, সাব্বির সেন্টু, তুলি, নদী, খবির, রফিকউদ্দিন, জালাল, হেমায়েত, সুমনা, শাহানা ও প্রমুখ।
স্থিরচিত্রে ছিলেন, সাংবাদিক ইমদাদুল হক মিলন ও মো: আল আমিন। সমাজের এক শ্রেণীর চাটুকার, দালাল, সমাজচ্যুত ব্যাক্তির চরিত্র রূপায়নে গ্রাম বাংলার পটভূমি নিয়ে নির্মিতব্য নাটকটি দর্শক হৃদয় জয় করবে বলে প্রবীণ নাট্যকার মীর আনোয়ার হোসেন আশাবাদী। পরিশেষে তিনি নাটকটির সফলতার জন্য সকলের দোয়া কামনা করেন।