নারায়ণগঞ্জ বার্তা ২৪ : কলকাতার অন্যতম দুই তারকা জিৎ ও শুভশ্রী গাঙ্গুলী করোনায় আক্রান্ত হয়েছেন। ২০ই এপ্রিল মঙ্গলবার সকালে ইনস্টাগ্রামের মাধ্যমে প্রথমে নিজের করোনা পজিটিভ হওয়ার খবর জানান জিৎ। বলেন, আপাতত তিনি বাড়িতে আইসোলেশনে রয়েছেন। চিকিৎসকদের সব রকম পরামর্শ মেনে চিকিৎসা নিচ্ছেন।
জিৎ ইনস্টাগ্রামে লেখেন, আমি কোভিড–১৯ আক্রান্ত। বাড়িতে নিভৃতবাসে রয়েছি এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। যারা বিগত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, তাদের করোনা পরীক্ষা করাতে এবং সতর্ক থাকতে অনুরোধ করছি। খুব শিগগির দেখা হবে সবার সঙ্গে।
মার্চের শেষ দিকে দিদি নম্বর ১ রচনা বন্দ্যোপাধ্যায়ের পর কলকাতার একটি বেসরকারি হাসপাতাল থেকে করোনার ভ্যাকসিন নিয়েছিলেন জিৎ। সেই ছবিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ভ্যাকসিন নেয়ার পরও করোনা বাসা বাঁধল জিতের শরীরে।
আর শুভশ্রী তার সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, আমার করোনা রিপোর্ট পজিটিভ। আমার ছেলে, ইউভান একদম সুরক্ষিত রয়েছে, ও ওর কেয়ারটেকারের জিম্মায় আছে। রাজ এখন ব্যারাকপুরে, আমি বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছি। এবং সবরকম সুরক্ষাবিধি মেনে চলছি, যাতে আমার পরিবার সুরক্ষিত থাকে। দয়া করে মাস্ক পড়ুন, স্যানিটাইজ করুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। ভাইরাস ফিরে এসেছে। সকলে সুরক্ষিত থাকুন।
গত সপ্তাহে একসঙ্গে ডান্স বাংলা ডান্স সিজন ১০–এর শ্যুটিং সেরেছিলেন শুভশ্রী–জিৎ। ইউভানের জন্মের পর এই প্রথম শ্যুটিং সেটে কামব্যাক করেন নায়িকা। আর তার দিন কয়েকের মধ্যেই করোনা রিপোর্ট পজিটিভ এল তার। রাজের হয়ে নির্বাচনী প্রচারেও গত কয়েক সপ্তাহে দু–বার অংশ নিতে দেখা গিয়েছে শুভশ্রীকে। শুভশ্রীর সোশ্যাল মিডিয়া পোস্টে গেট ওয়েল সুন বার্তা ভরে গিয়েছে। সকলেই নায়িকার দ্রুত আরোগ্য কামনা করছেন।
এর আগে করোনায় আক্রান্ত হন শুভশ্রীর স্বামী চলচ্চিত্র নির্মাতা রাজ চক্রবর্তী। সম্প্রতি তিনি করোনামুক্ত হয়েছেন। রাজ বর্তমানে নির্বাচনী কাজে ব্যারাকপুরে রয়েছেন। এবারের বিধানসভা নির্বাচনে তাকে এই আসন থেকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস।