এবার অস্ত্র মামলায় নূর হোসেনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামী নূর হোসেনকে একটি অস্ত্র মামলায় পৃথক দুইটি ধারায় যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। ৪ঠা আগস্ট বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) সাবিনা ইয়াসমিনের আদালত এই রায় ঘোষণা করেন। ২০১৪ সালে নূর হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে এই অস্ত্র আইনে মামলা দায়ের করেছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. সালাহ উদ্দীন সুইট জানান, ২০১৪ সালের ১৫ মে নূর হোসেনের বাড়ি থেকে একটি রিভলবার, ৮ রাউন্ড গুলি, ৮ টি সর্টগানের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় নূর হোসেনকে আসামী করে মামলা করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। ওই মামলায় ৪ জন স্বাক্ষ্য দিয়েছেন। মামলার দুইটি ধারায় অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত পৃথকভাবে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন তবে ২টি যাবজ্জীবনই একসঙ্গে খাটবে নূর হোসেন।

তিনি আরও জানান, একই মাদক ও চাঁদাবাজির দুইটি পৃথক মামলায় আদালত একজন সিনিয়র সহকারী পুলিশ সুপারসহ দুই পুলিশ সদস্যের স্বাক্ষ্য গ্রহন করেছেন। সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেছেন। এর আগে সকালে গাজীপুর কাশিমপুর কারাগার থেকে নূর হোসেনকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। মামলার কার্যক্রম শেষে ফের কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, একটি অস্ত্র মামলায় নূর হোসেনের বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন আদালত। রায় ঘোষণার আগে তাকে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। বিচারিক কার্যক্রম শেষে তাকে আবার কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।

এরআগে ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জন অপহৃত হন। গত ৩০ ও ৩১ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

৭ জনকে অপহরণ, হত্যা ও লাশ গুমের অভিযোগে দায়ের করার মামলায় ২০১৬ সালে জেলা ও দায়রা জজ আদালত নূর হোসেন, র্যাবের সাবেক ৩ কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এবং ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

add-content

আরও খবর

পঠিত