এবারও এ লেভেল পরীক্ষায় জেলার শীর্ষে চেইঞ্জেস স্কুল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রতিবারের মতো এবারও এ লেভেল পরীক্ষায় জেলার শীর্ষ অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ শহরের অন্যতম ইংরেজি মাধ্যম চেইঞ্জেস স্কুল। ১০ই আগস্ট মঙ্গলবার দুপুর ১টায় লন্ডনের পেয়ারসন এডেক্সেল কর্তৃক জুন ২০২১ এর রেজাল্ট প্রকাশিত হয়েছে।

এ লেভেল পরীক্ষার ফলাফলে বরাবরের মতো এবারও জেলায় সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ইংলিশ মিডিয়াম স্কুল চেইঞ্জেস এর শিক্ষার্থীরা। এ লেভেল পরীক্ষা জুন ২০২১ সেশনে সকল শিক্ষার্থী সফলতার সাথে ১০০% উত্তীর্ণ।

এ বছর স্কুলটিতে সবচেয়ে ভালো ফলাফল পেয়ে পাশ হয়েছে তমাল কুমার দে। সে ৪টি বিষয়ে পরীক্ষা দিয়ে ৩টি বিষয়েই এ স্টার এবং ১টি এ পেয়েছে। আফিফা রহমান আলিফ ২টি এ স্টার ও ২টি এ, মহসিনা সুলতানা লরেন ৪টি এ, জারিন সায়রা ইকরা ৩টি এ স্টার, রিফায়াত হাসান ৩টি এ স্টার, নূর আইজা জামান ৩টি এ স্টার, নুজহাত রাদিয়া ৩টি এ স্টার, মুরসালিন হুসাইন ব্যাপারী ৩টি এ স্টার, নাদিয়া তাসনিম ২টি এ স্টার ও ১টি এ, ফাবিহা আনবার প্রাপ্তি ২টি এ স্টার ও ১টি এ, সুমাইয়া হক ২টি এ স্টার ও ১টি এ স্পদন রয় রোহান ২টি এ স্টার ও ১টি এ, সালসাবিল শামস ১টি এ স্টার ও ২টি এ, মো. নাজিম উদ্দিন ১টি এ স্টার ও ২টি এ , মো. গোলাম আল ফাইদ ১টি এ স্টার ও ২টি এ, রিদিকা তাহের ১টি এ স্টার ও ২টি এ, ফারহান তাহসিন কারিম ৩টি এ, উমনা সিদ্দিকী ৩টি এ, গোলাম তাহমীদ প্রত্যয় ২টি এ স্টার, সাবাহ তালজিল প্রমিতি ২টি এ স্টার, রেশমিলা নাওয়ার ২টি এ স্টার, মো. সোলাইমান নির্ঝন ২টি এ স্টার, রোম্মান মালিয়াত কণ্ঠ ১টি এ স্টার ও ১টি এ, সামিন ইয়াসার আরমান ১টি এ স্টার ও ১টি এ, তালহা জুবায়ের ভূইয়া ১টি এ স্টার ও ১টি এ, আহাদ আহাম্মেদ দিওন ১টি এ স্টার ও ১টি এ, আবরার জাবেদ অদিত ২টি এ, মাহাবুবা রহমান ২টি এ, নাভিদ আহমেদ রাকি ২টি এ, সাদিয়া আলম অথৈ ২টি এ, আয়েশা তাসনিম আনিকা ২টি এ এবং ভাস্কর ঘোষ ২টি এ।

স্কুলের চেয়ারম্যান জি. এম. ফারুক বলেন, পৃথিবীর এই দূর্যোগকালে আমাদের শিক্ষার্থীরা অতি সাহসের সাথে অক্লান্ত পরিশ্রম করে পেয়ারসন এডেক্সেল ইন্টারন্যাশনাল এ লেভেল পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করায় সবাইকে অভিনন্দন জানাই এবং আমরা দৃঢ় ভাবে প্রত্যাশা করি চেইঞ্জেস থেকে শিক্ষা গ্রহন করে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে আত্ম নিয়োগ করে নিজের উজ্জ্বল ভবিষ্যত গড়তে পারবে। সবার প্রতি আহবান চেইঞ্জেস এর সৃষ্টিশীল সকল কাজে আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন। আশা করি আগামীতেও আরো ভালো ফলাফল চেইঞ্জেস স্কুলের শিক্ষীর্থীরা আমাদের সবাইকে উপহার এনে দিবে।

add-content

আরও খবর

পঠিত