এনায়েতনগরে দুর্গন্ধময় পানিতে তলিয়ে আছে মসজিদের সামনের সড়ক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ষ্টাফ রিপোর্টার ) : ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়ন এর ০৭ নং ওয়ার্ড এলাকায়  মাসদাইর সরদার বাড়ী বাইতুল মামুর মসজিদ এর সামনের সড়কটি দীর্ঘদিন ধরে জ্বলাবদ্ধতা হয়ে থাকায় দুর্ভোগ চরমে। ফলে এলাকার সাধারণ মুসল্লিরা ময়লা আবর্জনাযুক্ত দুর্গন্ধময় পানি পারিয়ে মসজিদে নামাজ পড়তে বাধ্য হচ্ছে। এলাকাবাসী স্থানীয় মেম্বার মীর আব্দুল আউয়াল মহিলা মেম্বার রোজিনা আক্তার রোজি সহ ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামানকে মৌখিকভাবে বলার পরও কোন সংস্কার করার উদ্যোগ গ্রহণ না করায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

এই সড়ক দিয়ে প্রতিদিনই প্রায় হাজারো নারী-পুরুষ তাদের কর্মক্ষেত্রে আসা যাওয়া করছেন। ফলে পানি বাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। জনগণ সহ সাধারণ মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বছর শেষ হয়ে যাচ্ছে কিন্তু মাসদাইর এলাকায় এই জন বহুল রাস্তাটি মেরামত করার কোন উদ্যোগ গ্রহণ করেনি নির্বাচিত চেয়ারম্যান আসাদুজ্জামান। এই সড়কে একটি মসজিদ একটি মাদ্রাসা ও একটি কিন্ডার গার্ডেন স্কুলও রয়েছে। জনদুর্ভোগ লাগবে পত্র পত্রিকায় সংবাদও প্রকাশ হয়েছে। তবে মানবিক বিবেকের টনক নড়েনি জনপ্রতিনিধিদের।

উল্লেখ্য যে, দক্ষিণে আজিজ সরদার এর বাড়ীর সামনের মোড় হইতে মসজিদ সহ আকবর ওস্তাগারের বাড়ীর মোড় পর্যন্ত দীর্ঘ রাস্তাটি দ্রুত মেরামত করার উদ্যোগ গ্রহণ করার জন্য স্থানীয় এমপির, উন্নয়ন কমিটির আহ্বায়ক আলহাজ্ব এম সাইফুল্লাহ বাদল চেয়ারম্যান সহ সকল সদস্যের প্রতি উদাত্ত আহ্বান জানান ভুক্তভোগী এলাকাবাসী।

add-content

আরও খবর

পঠিত