নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ফেয়ার নামে একটি এনজিও টাকা আত্মসাতের অভিযোগে তিন প্রতারককে আটকের পর পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে উপজেলার ভোলাব ইউনিয়নের কেরাবো এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, গোপালগঞ্জের মোকসেদপুর এলাকার মৃত সালাউদ্দিনের ছেলে জামান, রব শেখের ছেলে হাসান ও খুলনার দৌলতপুর এলাকার আফসার কাজীর ছেলে আজিজ।
গ্রাহক ও এলাকাবাসী জানান, কয়েক মাস ধরে প্রতারক জামান, হাসান ও আজিজসহ কয়েকজ জন মিলে কেরাবো এলাকায় ফেয়ার নামে একটি এনজিও’র নামে প্রতারনা করে আসছে। এর পর এলাকার সহজসরল মানুষকে সহজ শর্তে ঋণ দিবেন বলে আশস্থ্য করেন। এছাড়া ঋণ নেয়ার আগে শতাধীক মানুষের কাছ থেকে ১০ হাজার ২০০ টাকা করে হাতিয়ে নেয়। পরে আর ঋণ দেয়নি।
গ্রাহকের কাছ থেকে অগ্রিম নেয়া ১০ হাজার ২০০ টাকা নিয়ে প্রতারকরা অফিস তালাবদ্ধ করে গা ঢাকা দেয়। সোমবার দুপুরে অফিসে প্রবেশ করা মাত্রই জামান, হাসান ও আজিজকে আটক করে ভুক্তভোগী এলাকাবাসী। পরে তাদের পুলিশে সোপর্দ করে।
ভোলাব তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সাব্বির আহাম্মেদ জানান, প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।প্রতারণা