এতিম ও সুবিধাবঞ্চিতদের মাঝে না.গঞ্জ জেলা প্রশাস‌কের ইফতার ও ঈদ উপহার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার করে ঈদ সামগ্রী বিতরণ করে‌ছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। মঙ্গলবার ১৭ মার্চ সন্ধ‌্যায় ফতুল্লা থানাধীন মুসলিমনগর বায়তুল আমান সরকারি শিশু পরিবার বালকদের নিয়ে এ আয়োজন করা হয়। এসময় জেলা প্রশাসক ৮০ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এই সমাজে যারা পিছিয়ে পড়েছে, তাদের এগিয়ে নিতে হবে। যদি আমরা তাদের দূরে ঠেলে দিই এবং কাছে না টানি, তাহলে তারা বড় হবে ঠিকই, কিন্তু তাদের প্রকৃত বিকাশ ঘটবে না। যারা এখানে এতিম হিসেবে উপস্থিত আছে, তারা মূলত এতিম নয়। তাদের পাশে সুখে-দুঃখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সর্বদা আছে।

জেলা প্রশাসক সকলকে দুঃখ ভুলে হাসি-খুশি থাকার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সকলের জন্য দোয়া করা হয় এবং একসঙ্গে ইফতার সম্পন্ন করা হয়।

এই মহ‌তি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার ড. মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নুর, জেলা সমাজকল্যাণ অফিসার, জেলা তথ্য অফিসার, জেলা প্রশাসকের কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

add-content

আরও খবর

পঠিত