নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দর উপজেলাধীন মদনপুরে অবস্থিত এডুকেশন পার্ক কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মিয়ার সভাপতিত্বে, স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন ও সহকারি অধ্যক্ষ রোকসানা আক্তারের সার্বিক আয়োজনে বিশেষ অতিথি হিসেবে মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হাবিবুর রহমান মিয়া, ৬ মার্চ অনুষ্ঠেয় ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য প্রার্থী মনিরুল ইসলাম মনু ও এডভোকেট আল মামুন ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী কায়সার ভূঁইয়া, শিক্ষানুরাগী এফ আর দেলোয়ার হোসেন ও সাংবাদিক দ্বীন ইসলাম উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার দেয়ার প্রাক্কালে বিশিষ্টজনরা তাদের বক্তব্যে বলেন, অত্র শিক্ষা প্রতিষ্ঠানটি অত্র অঞ্চলে প্রতিষ্ঠার পর থেকেই উন্নত ও বৈচিত্রময় শিক্ষার্থী গঠনে ভূয়সী ভূমিকা রেখে চলেছে। স্কুলটিতে একঝাক তরুণ শিক্ষক-শিক্ষিকা রয়েছে যাদের নিরলস পরিশ্রমে প্রতি বছরই অত্র স্কুলের শিক্ষার্থীরা ভাল ফলাফল করার পাশাপাশি বৃত্তি পাবার কৃতিত্ব অর্জন করছে। শিক্ষার্থীদের জন্য শুভ কামনা জানানোর পাশাপাশি শিক্ষার্থীদের ভালো ক্যারিয়ার ও সুশিক্ষা অর্জনে প্রত্যেকের সন্তানকে অত্র স্কুলে ভর্তি করাতে উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেন। পুরস্কার দেয়ার প্রাক্কালে শিক্ষার্থীদের যেমন খুঁশি তেমন সাজো পর্ব, নাচ ও গান সহ মনোজ্ঞ সাংস্কৃতিক উপস্থাপনা সকলের প্রশংসা কুড়িয়েছে এবং আকর্ষনীয় র্যাফেল ড্র আয়োজনের মাধ্যমে ডিনার সেট ও মোবাইল ফোন সহ অনেকগুলো মূল্যবান পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেয়া হয়েছে।
এ সময় অত্র প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক ফিরোজ কিবরিয়া, ওসমান গণি, মাজেদুল, রনি হোসেন, আছমা, হাফসা, জুলি, জোৎস্না, শান্তি, রুমানা ও পিংকি সহ অন্যান্য শিক্ষিকামন্ডলী ও কয়েক শত অভিভাবকবৃন্দ এবং স্কুলের সকল শিক্ষার্থীরা উক্ত অনুষ্ঠান উপভোগ করেন।