নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : অভিনেতা এটিএম শামসুজ্জামানের চিকিৎসার জন্য ১০ লাখ টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৩ মে) সকালে রাজধানীর পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জনপ্রিয় ওই অভিনেতার মেয়ে কোয়েলের হাতে টাকার চেক তুলে দেন।
এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৬ এপ্রিল রাতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় এটিএম শামসুজ্জামানকে। সেখানে অবস্থার অবনতি হলে ৩০ এপ্রিল তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ৩ মে দুপুরে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে সেসময় তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। তবে দুদিন পর অবস্থার অবনতি হলে আবারও ৬ মে তাকে আবারও লাইফ সাপোর্ট দেওয়া হয়।
এরপর থেকে টানা পাঁচদিন লাইফ সাপোর্টে ছিলেন দেশের টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতা। সবশেষ ১১ মে তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।