নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নিজস্ব অর্থায়নে প্রয়াত নানী সূর্যভানের স্মৃতি অম্লান রাখতে নানীর নামকরণে এক রাতে দেড় কি.মি. নতুন রাস্তা নির্মাণ করছেন নবনির্বাচিত জামপুর ইউনিয়ন পরিষদের মেম্বার বদরুজ্জামান বদু। নিজস্ব অর্থায়নে সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের পেরাবো প্রধান সড়ক হতে দাসনোয়াগাঁও জামে মসজিদ পর্যন্ত প্রায় দেড় কি. মি. রাস্তা রাতে নির্মাণ করে আজ বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে সূর্য ওঠার পূর্বেই নির্মাণাধীন রাস্তা উদ্বোধন করে এলাকায় এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন ইউপি মেম্বার বদরুজ্জামান বদু। দাসনোয়াগাঁও এলাকাবাসী প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, জীবনে যা কখনো ভাবিনি এ বিলের মধ্য দিয়ে কেউ রাস্তা বানাবে। গতকাল সন্ধ্যাও দেখছি এখানে বিশাল বিল। সকালে ঘুম থেকে উঠে দেখি এ বিলের মধ্য দিয়ে বিশাল নতুন রাস্তা নির্মিত। এলাকার জনৈক ষাটোর্দ্ধ এক ব্যক্তি বলেন, এ যেন এক স্বপ্ন। সকালে ঘুম থেকে উঠে এ রাস্তা দিয়েই হেঁটে আসলাম পেরাবো প্রধান সড়কে।
জামপুর ইউপি মেম্বার বদরুজ্জামান বদু বলেন, গত কয়েক দিন যাবতই এলাকাবাসীর সাথে আলোচনা করছিলাম এখান দিয়ে একটি রাস্তা নির্মাণ হলে মানুষের যাতায়াতে ব্যাপক সুবিধা হবে। এলাকাবাসীকে চমক লাগানোর জন্যই রাতে বেকো দিয়ে রাস্তা নির্মাণ করে ফেলি এবং রাস্তাটি উপজেলার গজারিয়াপাড়া গ্রামের প্রয়াত আব্দুল মালেকের স্ত্রী আমার নানী সূর্যভানের স্মৃতি অম্লান রাখার জন্যে তার নামেই রাস্তার নামকরণ করে নিজের স্বপ্ন পূরণ করা হলো। তিনি বলেন, এ রাস্তাটি নির্মাণ করায় দাসনোয়াগাঁও, গজারিয়াপাড়া, কোনাবাড়ী, মাঐরা ও পেরাবো গ্রামের শত শত লোকের যাতায়াতের দ্বার উম্মক্ত হলো।