নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : অস্ত্র মামলা সহ একাধিক মামলার আসামি কালা ওরফে কাইল্লা উজ্জ্বল নিজের সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত থেকে অপরাধের শাস্তি থেকে রক্ষা পেতে বেছে নি্যেছে এখন রাজনৈতিক ছত্রছায়া। বর্তমান সরকারের দলীয় অঙ্গ সংগঠনের ব্যানারে বিভিন্ন মিছিল, মিটিং, সভাতেই নিজেকে দলীয় কর্মীর পরিচয় দিয়ে মরিয়া হয়ে উঠে পড়ে দৌড়াচ্ছেন একাধিক মামলার আসামি সন্ত্রাসী কাইল্লা উজ্জ্বল।
সম্প্রতি বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে, কাজী জহিরের সন্ত্রাসী বাহিনীর প্রধান, অস্ত্র মামলা সহ একাধিক মামলার আসামি কালা ওরফে কাইল্লা উজ্জ্বল প্রকাশ্যে রাজনৈতিক মঞ্চে দাড়িয়ে কেক খাচ্ছেন নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুয়েল হোসেন এর হাত থেকে। এতে করে দলের সুনাম ক্ষুন্ন হচ্ছে ও একজন সন্ত্রাসী তার অপরাধ কর্মে আরও উৎসাহিত হয়ে সাহসীকতার বৃদ্ধি পাচ্ছে বলে বিরুপ পতিক্রিয়া ব্যাক্ত করছে বন্দর এলাকাবসীসহ ও রাজনৈতিক নেতা কর্মীরা।
জানা গেছে, গত ৩০ জুন ইয়াসিন খন্দকার ও তার চাচাতো ভাই মাসুদ বিকেল ৩ টার দিকে একরামপুর এলাকার হেবেন ফার্মেসির দোকানে গেলে পুর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে পূর্ব থেকে উৎ পেতে থাকা সন্ত্রাসী কাইল্লার নেতৃত্বে ৫/৬ জন সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া অতর্কিত হামলা চালিয়ে মারপিট করিয়া মারাত্মক জখম করে। এসময় সন্ত্রাসীরা ইয়াসিন খন্দকারকে হত্যার উদ্দেশ্যে পিস্তল দিয়ে গুলি করিলে ইস্পাহানী এলাকার হাবিবুর রহমানের ছেলে মোঃ মাসুম নামের ৯ বছরের একটি শিশুর বাম হাতের কনির নিচের অংশে লেগে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। এসময় হামলার শিকার ইয়াসিনের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসী কাইল্লা তাদের বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে ইয়াসিন খন্দকার বাদী হয়ে বন্দর থানায় গত ১/৭/১৬ তারিখ একটি মামলা দায়ের করেন যার নং ০২। মামলার ২৮ দিন পেরিয়ে গেলেও রহস্য জনক কারণে আসামিদের গ্রফতার করছেনা পুলিশ। আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা সহ পুলিশের নাকের ডগা দিয়ে বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে মিছিল নিয়ে যোগদান করছে। আসামিরা গ্রেফতার না হওয়ায় প্রকাশ্যে ঘোরাফেরার কারনে বাদীপক্ষ খুব ভীতিকর জীবন যাপন করছে এবং এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এব্যাপারে বাদীপক্ষ নারায়ণগঞ্জ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে আসামীদের গ্রেফতার করে শাস্তি প্রদানের আশা ব্যাক্ত করে অনুরোধ করছে।