এই সাজা দেশের মানুষ মোটেও ভালোভাবে নেয়নি-এটিএম কামাল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালাম বলেন, সরকার বিএনপির চেয়ারপারসনের জনপ্রিয়তায় ভীত হয়ে তাকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে। আমাদের নেত্রী সরকারের সব অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ, গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন তাই বর্তমান সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন। সোমবার (২৬ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব রোড এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি’র চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী সহ ঢাকায় শান্তিপুর্ন কালোপতাকা সমাবেশে পুলিশের হামলায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশ করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

এ সময় আবুল কালাম আরও বলেন, জাতি আজ নাজুক অবস্থার মধ্য দিয়ে দিন অতিবাহিত করছে। আমরা চাই প্রভাব মুক্ত বিচার ব্যবস্থা যেখানে বিচারক নিয়মতান্ত্রিক ভাবে আইনের সুপ্রতিষ্ঠিত করতে পারে। এ সময় গ্রেফতার কৃত সকল নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবী করেন।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, দেশনেত্রীর বিরুদ্ধে সরকার প্রতিহিংসামূলক সাজা দেশের মানুষ মোটেও ভালোভাবে নেয়নি, তাদের এই আচরণের নিন্দা জানিয়েছে জাতি। খুনের মামলায় সাজাপ্রাপ্ত ও দুর্নীতির দায়ে অভিযুক্তরা জামিন পেলেও ৩বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জামিন দেয়া হচ্ছে না কেন সেটা এদেশের মানুষ খুব ভাল ভাবে বুঝে। সাবেক সেনা সরকারের সময় শুধু খালেদা জিয়া নয় বর্তমান প্রধানমন্ত্রী ও তার দলের অনেক নেতার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। কিন্তু খালেদা জিয়া ও তারেক রহমানের মামলাগুলো সচল রাখা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসামূলক ভাবে। এর মুল কারন বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আর সে দলের নেত্রী বেগম খালেদা জিয়া দেশের সবচেয়ে বেশি জনপ্রিয় নেত্রী।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ও সাবেক সাংসদ আতাউর রহমান আঙ্গুর, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, এড. জাকির হোসেন, ফখরুল ইসলাম মজনু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, এড. আবু আল ইউসুফ খান টিপু, সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, মহানগর বিএনপি নেতা এড. রফিক আহম্মেদ, আনোয়ার হোসেন আনু, এড. আনিছুর রহমান মোল্লা, বরকত উল্লাহ, নজরুল ইসলাম সরদার, জাহাঙ্গীর মিয়াজী, মাহমুদুল হাসান মাসুম, শওকত আলী লিটন, ফেরদৌসুর রহমান, আরিফ আহম্মেদ গোগা, হারুন শেখ, হাফিজ আহম্মেদ, সাকা, কাশেম, শামীম, এড. খোরশেদ মোল্লা, মহানগর যুবদল নেতা নাজমুল হক রানা, পাবেল, নাছির, মহানগর স্বেচ্ছা সেবক দল নেতা মোশারফ হোসেন, মাকিদ মোস্তাকিম শিপলু, দুলাল হোসেন, আব্দুর রশিদ হাওলাদার,  মোঃ রাব্বী, বন্দরথানা স্বেচ্ছা সেবক দল নেতা মোস্তাকুর রহমান, সাইদুর রহমান, হুমায়ন মোল্লা, খোকন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের শফিকুল ইসলাম,আব্দুল হাসিব,মোক্তাদির রিদয়, বন্দর থানা ছাত্রদলের পাপ্পু আহম্মেদ, আলতাফ, জুয়েল, নাজমুল, অভি, জিসান, কামরুজ্জামান খোকন, এবি সিদ্দিক, দুলাল, মতিউর রহমান মতি মহানগর শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহবায়ক, সদস্য সচিব ও যুগ্ম-আহবায়ক সহ মহানগর বিএনপি এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত