এইচএসসি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত এখনই নয় : শিক্ষামন্ত্রী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : আগামী ১ এপ্রিল থেকে শুরু ২০২০ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান পরীক্ষা। ১ এপ্রিল বুধবার থেকে সারাদেশে একযোগে শুরু হয়ে চলবে ৪ মে পযন্ত। এদিকে করোনার কারণে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার।

এ প্রেক্ষিতে সাংবাদিকরা জানতে চাইলে শিক্ষামন্ত্রী সোমবার দুপুরে বলেন, পরীক্ষা শুরু হওয়ার কথা ১ এপ্রিল। আজ মাত্র ১৬ মার্চ। সুতরাং পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত এখনই নয়।

মন্ত্রী কড়া ভাষায় বলেছেন, প্রাক-প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। স্কুল-কলেজ বন্ধ থাকবে তার মানে সবাইকে বাড়ীতে থাকতে হবে। বাইরে ঘোরাঘুরি করা যাবে না। কোচিং চলবে কি-না এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, অবশ্যই কোচিং সেন্টারগুলোও বন্ধ থাকবে।

add-content

আরও খবর

পঠিত