এইচএসসির ফল পেতে শিক্ষা বোর্ডের ৪ জরুরি নির্দেশনা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : আগামী সপ্তাহের যেকোনো দিন ২০২০ সালের এইচএসসি সমমানের পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। ২৯ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মধ্যে ফল প্রকাশের জন্য সময় চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। ২৮ জানুয়ারি বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়।

এদিকে ফল প্রকাশের শেষ মুহূর্তে এসে ফলপ্রার্থীদের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে চারটি জরুরি নির্দেশনা দেয়া হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে ফলাফল সংগ্রহ করতে বলা হয়েছে।

এইচএসসির ফল প্রার্থীদের জন্য নির্দেশনা

/ এবার এইচএসসির ফলাফল শুধু অনলাইনে প্রকাশিত হবে। কাজেই কোনো অবস্থায়ই ফলাফল প্রকাশের দিন শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।

/ যারা মুঠোফোনের ক্ষুদে বার্তার মাধ্যমে ফলাফল পেতে ইচ্ছুক তাদের ফল প্রকাশের আগেই প্রিরেজিস্ট্রেশন করতে হবে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রিরেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফল পৌঁছে যাবে। / টেলিটক ওয়েবসাইট থেকে ফল দেখা যাবে। / এছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।

এর আগে ২৬ জানুয়ারি গত মঙ্গলবার রাতে বিশেষ পদ্ধতিতে ফল প্রকাশের জন্য শিক্ষাবোর্ডকে ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। ফলে ফল প্রকাশ করতে শিক্ষা বোর্ডের আর কোনো বাধা রইল না।

add-content

আরও খবর

পঠিত