ঋতিকা ভাওয়াল এর অন্নপ্রাশন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নগরীর নতুন পালপাড়াস্থ রিপন ভাওয়াল ও সীমা ভাওয়াল এর কন্যা ঋতিকা ভাওয়ালের (মুখেভাত) অন্নপ্রাশন অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ই জুন রবিবার বিভিন্ন ধর্মীয় আচার ও কৃষ্টির মধ্যে দিয়ে নতুন পালপাড়ায় সত্যনাথ মন্দিরে ঋতিকার অন্নপ্রাশন অনুষ্ঠিত হয়েছে।

সনাতন ধর্মে বলা হয়, শিশুর দাঁত উঠার আগেই অন্নপ্রাশন করা উচিত। এর কারণ যদিও অজানা, তারপরও ধরে নেওয়া যায় যে, এ সময়টাতে একটি শিশুর তরল খাবারে আর পুষ্টি সবটুকু চাহিদা পূরণ হয় না। তাকে তখন ভারী খাবার প্রয়োজন আছে বলেই সময়টাকে এভাবে উল্লেখ করা হয়েছে ধর্মীয় বিধানে।

অন্নপ্রাশন, হিন্দুধর্মীয় সম্প্রদায়ের একটি বিশেষ উৎসব। দশবিধ শুদ্ধিজনক সংস্কারের অন্যতম একটি হচ্ছে অন্নপ্রাশন। অন্নের প্রাশন বা ভোজনকে অন্নপ্রাশন বলে। সন্তান ভূমিষ্ঠ হবার পর এ উৎসবের আয়োজন করা হয়। সন্তন যদি বালক হয়, তবে ৬ষ্ঠ কিংবা ৮ম মাসে এবং বালিকা হলে ৫ম কিংবা ৭ম মাসে অন্নপ্রাশন করতে হয়। এতে সন্তানের মামার উপস্থিতি বাঞ্চনীয়। এ উপলক্ষে আত্মীয়-স্বজনকে নিমন্ত্রণ করতে হয়। নিমন্ত্রিত আত্মীয়রা আশীর্বাদ সহযোগে সাধ্যমাফিক উপহার সামগ্রী প্রদান করে।

add-content

আরও খবর

পঠিত