নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ৩৬ জন কাউন্সিলর সকলেই আমার কাছে সমান। কে কোন দল করে তা আমার কাছে বিষয় না। তারা সকলেই জনগণের ভোটে নির্বাচিত। সিটির সকল জনগন আমার কাছে সমান। তাই উন্নয়ন করতে সকল ওয়ার্ডকেই আমি গুরুত্ব দেই। বুধবার (৩০ জানুয়ারি) বেলা ১১ টায় নাসিক ৮নং ওয়ার্ডে ৫ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে চৌধুরী বাড়ি আদর্শ বাজার থেকে শহীদ শহীদুল্লাহ স্মৃতি ক্লাব পর্যন্ত পাকা রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন।
মেয়র আইভী আরো বলেন, আমি সব সময় একটা নেশায় ও পেশায় থাকি। নারায়ণগঞ্জবাসীর সেবার জন্য, উন্নয়নের জন্য ও শান্তি বজায় রাখার জন্য। এ উন্নয়নের জন্য দেশমাতা বিশ্ব মানবতার মহান নেতা, বাংলাদেশের মানুষের হৃদয়ের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সিটির উন্নয়নের যা চাই তাই তিনি দেন। এটা আমার সবচেয়ে বড় পাওয়া। তিনি বাংলাদেশের জনগনের কল্যাণের, দেশের উন্নয়নের কাজ করছেন। দেশকে বিশ্বর মানচিত্রে একটি উন্নয়নশীল রাষ্ট্রপ্রতিষ্ঠা করতে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছেন। ভিশন ২০২১ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।
এসময় ৮নং ওয়ার্ড কাউন্সিলর রহুল আমিন মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নাসিক প্যানেল মেয়র ও নারী কাউন্সিল মিনুয়ারা বেগম, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মহি মোল্লা, বীর মুক্তিযোদ্ধা এহসান কবীর রমজান গোদনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএ বারি, আওয়ামীলীগ নেতা কাজী নাজমুল ইসলাম বাবুল, মহানগর যুবলীগের সহ-সভাপতি কামরুল ইসলাম বাবু, জামান, সাইফুল ইসলাম, সাদ্দাম হোসেন, সাইফুল ইসলাম বাবু প্রমুখ।