নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : নিজের নির্বাচনী এলাকা সহ ঘোটা নারায়ণগঞ্জের উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে স্থানীয় সকল জনপ্রতিনিধিদের পারস্পারিক সহযোগীতার মাধ্যমে কাজ করে যাওয়ার আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। সেই সাথে তিনি বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র বাজেট অনুষ্ঠানে এক টেবিলে বসে বলেছেন বন্দরবাসীর সুবিধার্থে শীতলক্ষ্যা নদীর উপর নবীগঞ্জ দিয়ে আরো একটি সেতু প্রয়োজন। সেতু কে করলো সেটা বড় কথা নয়। ঠিক এই কথা গুলো আমি অনেক আগে থেকেই বলে আসছিলাম। সিটি করপোরেশনের মেয়র আমার কথা গুলোই বলেছেন এর থেকে আনন্দের আর কি হতে পারে। বুধবার ২৬ জুলাই সন্ধ্যা ৬টায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সম্মেলন কক্ষে বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে মত বিনিময় সভায় সেলিম ওসমান এসব কথা বলেন।
আগামী ৩১ জুলাই এমপি সেলিম ওসমানের ব্যক্তিগত তহবিল থেকে নির্মিন বন্দর ইউনিয়নের পুরান বন্দর এলাকায় অবস্থিত নাসিম ওসমান মডেল হাইস্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ প্রধান অতিথি হিসেবে স্কুলটি উদ্বোধন করবেন। নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের জন্মদিন উপলক্ষ্যে ৩১ জুলাই স্কুলটি উদ্বোধনের দিন নির্ধারণ করা হয়েছে।
মত বিনিময় সভায় সেলিম ওসমান আরো বলেন, নারায়ণগঞ্জ এবং বন্দর নিয়ে আমার দাদা, বাবা, বড় ভাইয়ের অনেক স্বপ্ন ছিল। যা উনারা পূরণ করে যেতে পারেন নাই। আমি সেই কাজ গুলো সম্পন্ন করতে চাই। সব গুলো পূরণ করতে না পারলেও অনেক গুলো কাজ প্রায় সম্পন্ন করতে পেরেছি।
তিনি সবাইকে একত্রে কাজ করার আহবান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। বন্দরের মদনগঞ্জের শান্তিরচরে ১ হাজার ৫’শ একর জমির উপর নীটপল্লী নির্মাণের অনুমোদন দিয়েছেন। সেখানে বন্দর ও সোনারগাঁও এলাকার প্রায় সাড়ে ১২ লাখ মানুষের কর্মসংস্থান হবে। এতে করে বন্দর ও সোনারগাঁও এলাকার বেকার সমস্যা দূর করা সম্ভব হবে। এছাড়াও প্রধানমন্ত্রীর একটি বাড়ি একটি খামার প্রকল্প আপনাদের প্রচেষ্টায় বাস্তবায়ন করা সম্ভব। কাজ করতে গিয়ে কোন সমস্যা সৃষ্টি হলে আপনারা একত্রে আলোচনায় বসলেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।
নাসিম ওসমান মডেল হাইস্কুলের উদ্বোধন অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। কিন্তু ওই অনুষ্ঠানটি কোন দলের অনুষ্ঠান হবে না। না জাতীয় পার্টি না আওয়ামীলীগের অনুষ্ঠান। অনুষ্ঠানে সকল রাজনৈতিক দল সহ বন্দরের সর্বস্তরের মানুষের অংশ থাকবে।
মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আকরাম আলী শাহীন, জাপা নেতা রোটারিয়ান গিয়াস উদ্দিন চৌধুরী, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ সালাম সহ ৫টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড এলাকার সদস্যবৃন্দরা।