উন্নয়নের মাধ্যমে গ্রামকে শহরে রূপান্তর করতে হবে : মন্ত্রী গাজী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : উন্নয়নের মাধ্যমে গ্রামকে শহরে রূপান্তর করতে হবে বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করার জন্য একটি মহাপ্রকল্প গ্রহন করেছেন। শহরের মানুষ যেসকল সুযোগ সুবিধা পায়, সেসকল সুযোগ সুবিধা গুলো গ্রামের মানুষ পাবে। আর এ মহাপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের প্রতি কাজ করার আহবান জানান।

উপজেলা পরিষদের সাধারন সভা ও নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুইয়া। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, সহকারী কমিশনার ভুমি আসাদুজ্জমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, হাবিবুর রহমান হারেজ, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবেদ আলী, কৃষি কর্মকর্তা তাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু হোসেন ভুইয়া রানু, তোফায়েল আহমেদ আলমাছ, আলমগীর হোসেন টিটু, ব্যারিষ্টার আরিফুল হক ভুইয়া প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত