উত্তরবঙ্গের শীতার্তদের জন্য খেলাফত মজলিসের শীতবস্ত্র বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে উত্তর বঙ্গের শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২০ ডিসেম্বর মঙ্গলবার প্রথম ধাপে ৩৬০টি কম্বল প্রেরণ করা হয়।

নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এবিএম সিরাজুল মামুন ও মহানগর শাখা খেলাফত মজলিসের সভাপতি ডা. শরীফ মোহাম্মদ মোসাদ্দেক মানবিক সহায়তায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকল বিত্তবানদের আহŸান জানান।

এদিকে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে মানবিক সংগঠন খেলাফত মজলিস অসহায় মানুষের জন্য অবিরত কাজ করে যাচ্ছে। এই শীতে দরিদ্র মানুষ গুলোর পাশে দাঁড়ানোর জন্য আর্থিক সহায়তাসহ শীতবস্ত্র প্রদানের জন্য সকলের কাছে উদাত্ত আহŸান জানান খেলাফত মজলিসের নেতৃবৃন্দ। এজন্য খেলাফত মজলিসের পক্ষ থেকে মানবিক সহায়তার একটি টীম গঠন করা হয়েছে। এছাড়া শীঘ্রই দ্বিতীয় ধাপে শীতবস্ত্র পাঠানোর জন্য চলমান কার্যক্রমে শরীক হয়ে সহযোগিতা করতে চাইলে শহরের জামতলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন খেলাফত মজলিসের কার্যালয়ে যোগাযোগ অনুরোধ জানান খেলাফত মজলিসের নেতৃবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত