নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আগামী ২৩শে এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আর ১ মে থেকে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে। ১১ই এপ্রিল সোমবার রাজধানীর রেলভবনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আজকের বৈঠক নিয়ে রেলের কর্মকর্তারা কথা বলতে রাজি হননি।
জানতে চাইলে রেল মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম জানান, আগামী ১৩ এপ্রিল বুধবার ট্রেনের অগ্রিম টিকিটের বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন রেলমন্ত্রী নূরুল ইসলাম।
রেলওয়ের ওই বৈঠক সূত্র জানায়, আগামী ২রা মে পবিত্র ঈদ উল ফিতর ধরে নিয়ে ১ মে পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে। টিকিট বিক্রি শুরু হবে ২৩শে এপ্রিল। এ জন্য ২৫শে এপ্রিল থেকে সব ট্রেনের সাপ্তাহিক ছুটি বন্ধ থাকবে। তবে ঈদে কতগুলো নতুন বগি যোগ হবে, কত বেশি যাত্রী পরিবহন করতে পারবে, বিশেষ কোনো ট্রেন চালু হবে কি না, এসব বিষয়ে আরও কাজ চলছে।
এর মধ্যে আগামী ২৩শে এপ্রিল বিক্রি হবে ২৭শে এপ্রিলের টিকিট, ২৪শে এপ্রিল বিক্রি হবে ২৮শে এপ্রিলের টিকিট, ২৫শে এপ্রিল বিক্রি হবে ২৯শে এপ্রিলের টিকিট, ২৬শে এপ্রিল বিক্রি হবে ৩০শে এপ্রিলের টিকিট, ২৭শে এপ্রিল বিক্রি হবে ১লা মের টিকিট। এ সময়ে অনলাইনে সকাল ৬টা থেকে ও কাউন্টারের সকাল ৮টা থেকে টিকিট ক্রয় করা যাবে।
এছাড়া ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে ৫ই মে। সেই টিকিট বিক্রি হবে ১লা মে। তবে চাঁদ দেখা সাপেক্ষে ২রা মে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হবে ধরে নিয়ে টিকিট বিক্রির এই সময়সূচি নির্ধারণ করেছে রেলওয়ে। রােজা ৩০টি হলে অর্থাৎ ৩ই মে ঈদ হলে ২৮শে এপ্রিল বিক্রি করা হবে ২রা মে র ট্রেনের টিকিট।
নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের এক কর্মকর্তা বলেন, যাত্রীদের নিরাপদে ঈদযাত্রা নিশ্চিত করতে এই বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য এবার ঈদে ছয় জোড়া বিশেষ ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এবার আন্ত:নগর ট্রেনের ঢাকার কমলাপুর স্টেশন থেকে প্রতিদিন প্রায় ৩০ হাজার টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এসব টিকিটের অর্ধেক অনলাইনে এবং বাকি অর্ধেক স্টেশনের কাউন্টারে বিক্রি হবে।