নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে জননিরাপত্তার স্বার্থে, যাত্রী সেবার মানোন্নয়ণ ও সড়ক দূর্ঘটনা এড়াতে ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের উপর ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। রোববার ১১ সেপ্টেম্বর সকাল থেকেই ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ অভিযান পরিচালনা করেন ফতুল্লা এসিল্যান্ড ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদা বারিক।
এসময় যত্রতত্র গাড়ী পার্কিং,অধিক যাত্রী বহন, গাড়ির ফিটনেস না থাকার জন্য বিআরটিসি, ঈগল পরিবহন, শিমরাইল পরিবহন, বসুমতি পরিবহন, মেশকাত পরিবহন, ঠিকানা পরিবহন, অভিলাশ পরিবহন ও লাবব্বাইক পরিবহনকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদা বারিক।
অভিযানকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদা বারিক বলেন, আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে মানুষের নিরাপদে চলাচলের জন্য সড়ক দূর্ঘটনা এড়াতে জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান অব্যাহত থাকবে। র্সবসাধারণের নিরাপদে ঘরে পৌঁছানোর জন্য সুন্দর ঈদ উদাযাপনের লক্ষ্যকে সামনে রেখেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আছে আপনাদের সাথে।