ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি তোলারাম কলেজে দোয়া অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : আজ থেকে ১৪৪৮ হিজরি পূর্বে  ৫৭০ হিজরী ১২ রবিউল আওয়াল মহানবী সা: এই দুনিয়া আলোকিত করে ধরায় শুভ আগমন করেন। তাঁর আগমনকে সম্মান জানিয়ে সরকারি তোলারাম কলেজে ২১ নভেম্বর বুধবার পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সা: এর আলোচনা সভা ও দোয়া  মাহফিল এর আয়োজন করা হয়।

প্রধান অতিথি বক্তব্যে প্রফেসর শাহ মো. আমিনুল ইসলাম বলেন, আজ ১২ রবিউল আওয়াল মানব জাতির ইতিহাস এই দিনটি বিশেষ দিন। একজন মহা মানব যিনি সমাজ রাষ্ট্র প্রতিটি ক্ষেত্রে বিশেষ আবদান রেখেছেন। আমরা আজ সরকারি নির্দেশে এই অনুষ্ঠান করছি সত্যি তবে এটা আমরা সব সময়ই করে থাকি।

বুধবার সরকারি তোলারাম কলেজের শিক্ষক মিলনায়তন কক্ষে আলোচনা ও নাতে রসূল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় তিনি বলেন, ভীত হই আমি এমন কিছু যদি বলে ফেললাম যে আমি পূর্ণ অর্জন করতে গিয়ে গুনাহ্ করে ফেললাম কিনা সেই বিষয়ে সজাগ থেকে সতর্ক থাকতে হবে। আমি জানতে চাই, এটা আজকের অনুষ্ঠান আট দশটা অনুষ্ঠানের মত অনেকেই ঢিলা ঢালাও ভাবে পালন করছে । নবী সাঃ সম্মান ও আদর্শ আমরা কতটুকু অনুসরণ করি।  আল্লাহর নবী নামাজ আমাদের উপহার দিল, তাই পড়ছি না, আমরা যদি নামাজকে আকড়ে ধরি তবে সব মিথ্যা ছাড়তে সহযোগিতা করবে এই নামাজ ।

রাজনৈতিক জীবনে মহানবীর গুরুত্ব অপরিসীম যার আদর্শ প্রতিটি রাজনৈতিক ব্যক্তিদেরকে অনুসরণ করা উচিত তবেই রাষ্ট্র ও মানুষ নিরাপত্তা পাবে।

প্রধান আলোচক প্রফেসর শেখ আবুল কাশেম বলেন, আল্লাহর রাসূল সবার জন্যে ক্ষমা প্রার্থনা করতেন, যদি কেউ ভুল করতো তাঁর জন্যে দোয়া প্রার্থনা করতেন। তিনি রাসূল জীবন আদর্শ সম্পর্কে বলেন, তিনি এমন নবী যার দোয়ার কারণে অনেক কাওমের ভাগ্যে পরিবর্তন হয়েছে। মহানবী সাঃ সবাইকে ক্ষমা করতে বলেছেন। তিনি বলেন,  আমরা কখনো আত্মাকে অভিশাপ দিবে না, এই বিষয় মহানবী নির্দেশ করেছেন সেই বিষয়ে সকলকে অবগত করেন।

তিনি নারী জাতীর সম্মানে বলেন, আজ পৃথিবীতে সব চেয়ে নির্যাতিত হচ্ছে নারীরা পত্রিকা খুললেই সেই ঘটনা চখে ভাসে খুবই কষ্ট হয়। মায়ের পায়ের নিচে জান্নাত, আমরা নেক নজরে মায়ের দিকে তাঁকালে একটা কবুলিয়ত হজ্জের সামিল হয়। তাই তিনি মাকে সম্মান করতে বলেন। আল্লাহ রাসূল বলেছেন যে বৃদ্ধ, আলেমকে সম্মান করেনা শিশুকে স্নেহ করেনা সে আমার উম্মত হতে পারেনা। আর নবী সা: তিনটি জিনিস ভালোবাসতেন নারী, নামাজ ও সুগন্ধী এবং মেসওয়াক করতেন তাই তিনি নবীর চলা ফেরা আদর্শ অনুসরণ করার আহবান করে বলেন তবেই সেই আমরা নবী সা. এর সাথে জান্নাতে থাকতে পারবো।

প্রফেসর আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদ এর সম্পাদক জীবন কৃষ্ণ মদক, তোফাজ্জল হোসেন সহযোগী অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মজিবর  রহমান, মুকবুল হোসেন সহযোগী অধ্যাপক রাষ্ট্র বিজ্ঞান বিভাগ। সরকারি তোলারাম কলেজের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ এবং বিভিন্ন বিভাগীয় শিক্ষক কর্মচারী শিক্ষার্থী বৃন্দ।

add-content

আরও খবর

পঠিত