ঈদে মিলাদুন্নবীর মিছিলে হাজারো মুসুল্লিদের ঢল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে হাজারো মানুষের অংশগ্রহণে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী জশনে জুলুস। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি ও আহলে সুন্নাত ওয়াল জামাত জেলা কমিটির উদ্যোগে সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে থেকে আজিমুশসান জুলুস মিছিল বের হয়। জুলুস মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই জশনে জুলুস মিছিলে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।

মিছিলের নেতৃত্ব দেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী। মিছিল শেষে মিলাদ মাহফিল পরিচালনা ও বিশ্ববাসীর শান্তি কামনা করে বিশেষ দোয়া করেন তিনি।

এসময় দেশে বিভিন্ন স্থানে মাজার ও দরবার শরীফে হামলা, ভাঙচুরের নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে এবং জঙ্গিবাদ নির্মূল করতে বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের কাছে দাবি জানান তিনি।

add-content

আরও খবর

পঠিত